ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট ২০২৪
গোলাম কিবরিয়া
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ০৯:৪৬ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ১৫:১৬ পিএম
সোহানুরের সবুজের আন্দোলন গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ছবি: সংগৃহীত
বাংলাদেশের তরুণ জলবায়ু সুবিচার ও মানবাধিকারকর্মী সোহানুর রহমানকে ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট ২০২৪-এর লরিয়েট হিসেবে নির্বাচিত করা হয়েছে। ১৯ নভেম্বর জেনেভায় জাতিসংঘ দপ্তর প্যালাইস ডেস নেশনসে হতে যাওয়া এ সম্মেলনে সোহানুর রহমানসহ বিশ্বের পাঁচজন তরুণ নেতাকে তাদের অসামান্য নেতৃত্বের জন্য সম্মানিত করা হবে।
২৭ বছর বয়সি সোহানুর রহমান জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য মর্যাদাপূর্ণ এ সম্মাননা অর্জন করেছেন। সোহানুর রহমান প্রতিষ্ঠা করেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। জলবায়ু সুবিচার নিয়ে তৃণমূলে কাজ করছে এমন তরুণদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। ২০১৬ সালে বরিশাল শহরে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটি যুব জলবায়ু ঘোষণাপত্র তৈরি করে বর্তমানে দেশের প্রায় ৫০টি জেলায় কয়েক হাজার তরুণ স্বেচ্ছাসেবকের নেতৃত্বে কাজ করছে।
২০১৯ সালে সুইডেনের গ্রেটা থুনবার্গ জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিরুদ্ধে প্রথম জলবায়ু আন্দোলনের ডাক দেওয়ার পর সে ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে আন্দোলন শুরু করেন ইয়ুথনেটের জলবায়ু কর্মীরা। এখনও চলছে সেই সবুজের আন্দোলন গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। যে আন্দোলনের উত্তাপ পৌঁছে গেছে দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বের রাজপথেও। স্থানীয় নেতৃত্বের অভিযোজনের উদাহরণ তৈরি করতে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে গড়ে তুলেছে চর ইয়ুথনেট।
২০১৯ সালে বাংলাদেশ সরকারকে জলবায়ু সংকটকে একটি গ্রহগত জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করতে বাধ্য করেছে। এ ছাড়া তিনি মাতারবাড়ী-২সহ ১০টি কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধে একটি সফল আন্দোলনের নেতৃত্ব দেন। সাম্প্রতিক সময়ে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে গণতন্ত্রের পক্ষে তার ও ইয়ুথনেট গ্লোবালের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সোহানুর রহমান বলেন, ‘এ পুরস্কার শুধু আমার জন্য নয়, বরং বাংলাদেশের সব তরুণের জন্য, যারা জলবায়ু সুবিচার ও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। এটি আমাদের আন্দোলন আরও শক্তিশালী এবং আমাদের কণ্ঠ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সহায়তা করবে।’ সোহানুর চলমান জলবায়ু সংকট মোকাবিলায় দৃঢ় নীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে অন্তর্বর্তী সরকার কর্তৃক অগ্রাধিকার দেওয়ার জন্য জলবায়ুসংক্রান্ত কর্মকাণ্ডের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।
এ সম্মেলনে সোহানুর রহমান ছাড়াও যুক্তরাষ্ট্রের মার্লে ডায়াস, ফ্রান্সের শানলি ম্যাকলারেন, মেক্সিকোর আলভারো কুইরোজ এবং সলোমন দ্বীপপুঞ্জের সিনথিয়া হোউনিউহিকে সম্মানিত করা হবে। তারা সবাই জেন্ডারভিত্তিক সহিংসতা, গৃহহীনতা এবং অন্যান্য সামাজিক ও পরিবেশগত সমস্যার বিরুদ্ধে কাজ করে চলেছেন। সম্মেলনের ওয়েবসাইটসূত্রে প্রকাশ, ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট ২০২৪ একটি গ্লোবাল প্ল্যাটফর্ম যা তরুণ নেতাদের সংযোগ স্থাপন এবং তাদের নেতৃত্বের প্রচেষ্টা স্বীকৃতির জন্য তৈরি করা হয়েছে। এবারের থিম ‘অনেক দূরে যাও, একসাথে যাও’, যা তরুণদের মধ্যে সহযোগিতা ও সংহতির ওপর গুরুত্ব আরোপ করছে; যা সম্মিলিত প্রচেষ্টার শক্তি তুলে ধরে এবং পরিবেশ সুরক্ষা ও মানবাধিকারের জন্য একত্র হয়ে কাজ করার গুরুত্বের ওপর জোর দেয়। আফ্রিকান প্রবাদ থেকে অনুপ্রাণিত এ থিমটি বিশ্বব্যাপী দলগত প্রচেষ্টার মাধ্যমে পরিবর্তন আনার ক্ষমতা উদ্যাপন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ১৯ নভেম্বর জেনেভায় প্যালেস অব নেশনসে অনুষ্ঠিত হবে এবং এটি ১৪৪টি দেশের প্রায় ২০ হাজার অংশগ্রহণকারীর জন্য অনলাইনে সরাসরি সম্প্রচারিত হবে।