মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৩:২৮ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৩:৩০ পিএম
চিত্রশিল্পী পাবলো পিকাসো একবার ওয়ারড্রোব তৈরি করানোর জন্য স্থানীয় কাঠমিস্ত্রির দোকানে যান। ওয়ারড্রোবটা কেমন হবে তা একটি কাগজে দ্রুত কয়েকটি আঁচড় এঁকে মিস্ত্রিকে বুঝিয়ে দিলেন। তারপর শিল্পী কাঠমিস্ত্রির কাছে জানতে চাইলেন, কত খরচ পড়বে? কাঠমিস্ত্রি পিকাসোর দিকে তাকিয়ে বললেন, এক টাকাও লাগবে না। মিস্ত্রির কথা শুনে পিকাসো নির্বাক হয়ে রইলেন। দোকানি তখন বললেন, আপনি শুধু এ স্কেচটাতে একটা সই করে দিন। তাতেই
হয়ে যাবে।
সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম