× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসিদের উদ্যোগে শারদ উপহার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১২:১৮ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৩:২৭ পিএম

স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসিদের উদ্যোগে শারদ উপহার

শারদীয় দুর্গাপূজায় ‘সবার জন্য ভালোবাসা, একতা ও মানবতা’ এ আদর্শে শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসিদ। বুধবার (৯ অক্টোবর) কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন ও রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক শিশুর মাঝে এ শারদ উপহার বিতরণ করা হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে ইয়াসিদ সমাজে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। সংগঠনটির স্বেচ্ছাসেবীর বেশিরভাগই মুসলিম হলেও তারা সব ধর্মবর্ণের মানুষের মাঝে মানবিকতা ও ভালোবাসা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে প্রতি বছর নানা রকম ধর্মীয় উত্তেজনা ও দাঙ্গার ঘটনা ঘটে, যেখানে অসাম্প্রদায়িক চেতনা বিকাশের প্রয়োজনীয়তা স্পষ্ট। ইয়াসিদের এ ধরনের উদ্যোগ সেই মানবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আরও জোরালো করে তোলে।

মন্দিরের পুরোহিত বলেন, ‘ইয়াসিদের এ মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ধর্মের মধ্যে কোনো বিরোধ নেই, আমরা একসঙ্গে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারি।’ ইয়াসিদের ভলান্টিয়ার সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বিশ্বাস করি সবার জন্য সমান অধিকার এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করা উচিত। ইয়াসিদের এ ধরনের কার্যক্রম আমাদের সমাজের অসাম্প্রদায়িক মূল্যবোধ আরও শক্তিশালী করে।’

ইয়াসিদের নির্বাহী পরিচালক কাইছার হামিদ বলেন, ‘আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি, যেখানে সবার জন্য ভালোবাসা ও সম্মান রয়েছে। শিশুদের চাহিদা অল্প হলেও তাদের মুখে হাসি ফোটাতে পারার আনন্দ আমাদের কাছে বিশাল।’

ইয়াসিদ একটি স্থানীয় যুব-নেতৃত্বাধীন সংগঠন, যা তরুণদের দক্ষতা উন্নয়ন ও দরিদ্র সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে। এ ছাড়া ইয়াসিদ জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) মধ্যে ১, ২, ৩, ৪, ৫, ১৩, ১৬ ও ১৭-এর সঙ্গে কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবগুলোয় এমন কার্যক্রম সমাজে শান্তি, ভালোবাসা ও মানবিকতা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা