মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৩:০৬ পিএম
রবীন্দ্রনাথ ঠাকুর
রমেশচন্দ্র মজুমদারের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় এসেছেন! তার ছেলে অশোকের বয়স তখন নয়-দশ বছর। ছেলের ডাকনাম রবি। বাড়িতে রবীন্দ্রনাথ এসেছেন! তাই তিনি বাড়ির সবাইকে জানিয়ে দেন, যে কয়দিন গুরুদেব এখানে থাকবেন, কেউ যেন অশোককে রবি নামে না ডাকে। ছেলেকেও সেই মতো তিনি জানিয়ে দেন যে, রবি নামে কেউ ডাকলে সে যেন সাড়া না দেয়। কিন্তু সব শেখালেই তো আর হয় না। রবীন্দ্রনাথ বাড়িতে এসেই অশোকের সঙ্গে আলাপ জুড়ে দিলেন এবং জানতে চাইলেন, ‘তোমার নাম কী?’ ছোট্ট অশোক উত্তর দিল, ‘আমার নাম রবি।’ নাম শুনে রবীন্দ্রনাথ রমেশচন্দ্র ও তার স্ত্রীকে ডেকে বললেন, ‘না বাপু, তোমরা লোক ভালো নয়।’ এ কথা শুনে রমেশচন্দ্র অবাক! ভাবলেন, হঠাৎ কী হলো আবার! কবির কাছে জানতে চাইলেন, ‘গুরুদেব, কী ব্যাপার?’ কবি এবার হেসে বললেন, ‘আসার আগেই দেখছি আমার নামটা চুরি করে বসে আছো। এর পর তো আরও অনেক কিছু চুরি করবে হে!’ কবির কথা শুনে সবাই হেসে উঠলেন।
সূত্র : বঙ্গ মনীষীদের রঙ্গরসিকতা