মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১২:০৩ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১৩:৫০ পিএম
উইলিয়াম গিলবার্ট গ্রেস
ইংরেজ ক্রিকেটার উইলিয়াম গিলবার্ট গ্রেস আউট হলেও তা মেনে নিতে চাইতেন না। আম্পায়াররাও বোধহয় তার ইচ্ছেটাকে সম্মান করতেন অথবা বাধ্য হয়ে মেনে নিতেন। ১৮৯৮ সালের এক ম্যাচে গ্রেসের বিপক্ষে একাধিকবার লেগ বিফোর উইকেটের আবেদন করে হতাশ হলেন ফাস্ট বোলার চার্লস কোর্টনাইট। শেষে রেগে পরের ডেলিভারিতে দুটি স্টাম্পই দিলেন উপড়ে। একেবারে পরিষ্কার বোল্ড! এরপর গ্রেসের দিকে এগিয়ে গিয়ে বললেন, ‘ডাক্তার সাহেব, তুমি এবার নিশ্চয়ই মাঠ ছাড়বে?’ তখন আউট না হতে চাওয়ার হাস্যকর যুক্তি দিলেন গ্রেস, ‘দেখতেই পাচ্ছো একটি স্টাম্প এখনও মাটিতে দাঁড়িয়েই আছে! তা ছাড়া লোকে গাঁটের পয়সা খরচ করে আমার ব্যাটিং দেখতে এসেছে, নিশ্চয়ই তোমার বোলিং দেখতে নয়।’
সূত্র : বিখ্যাতদের রঙ্গমঞ্চ