ষষ্ঠ বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী
সাহিদা আক্তার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৪ পিএম
স্বর্ণপদকজয়ী টিম অ্যাটলাস ও রোবোটিকস দল কোড ব্ল্যাক ছবি: সংগৃহীত
বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী (WICE) ২০২৪-এ অংশ নিয়ে বাংলাদেশ চারটি স্বর্ণপদক জিতেছে। বিজয়ী বাংলাদেশি দলের মধ্যে টিম অ্যাটলাস, টিম কোড ব্ল্যাক ও ক্যালিব্রেটর-জেড ‘আইটি অ্যান্ড রোবোটিকস-ইউনিভার্সিটি’ ক্যাটাগরিতে এবং টিম ড্রিমস ‘আইটি অ্যান্ড রোবোটিকস-সিনিয়র হাই স্কুল’ ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছে।
বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ক্যালিব্রেটর-জেডের তিন তরুণ উদ্ভাবক হলেন ঢাকা কলেজের আবদুল্লাহ ইবনে হাসান, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. মারুফ মিয়া ও মোহাম্মদপুর সরকারি কলেজের জারিফ আহমেদ। তারা জানান, এ অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। তরুণ উদ্ভাবকদের অদম্য প্রচেষ্টা ও সাফল্য নতুন প্রজন্মের বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রতিযোগিতায় কৃষিকাজের জন্য তৈরি বিশেষ বট ও ড্রোন সল্যুশন দিয়ে স্বর্ণপদক এবং আইওয়াইএসএ বিশেষ পুরস্কারে ভূষিত হয় টিম অ্যাটলাস। এ ছাড়া মালয়েশিয়ান ইনোভেশন, ইনোভেনশন অ্যান্ড ক্রিয়েটিভিটিতে (এমআইআইসিএ) স্বর্ণপদক লাভ করে বাংলাদেশের প্রথম মহিলা রোবোটিকস দল কোড ব্ল্যাক।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে সানি জুবায়েরের নেতৃত্বে টিম অ্যাটলাস দলের সদস্যরা হলেন একই বিশ্ববিদ্যালয়ের মো. এজাহার হোসেন ইফতি ও জিয়া মোহাম্মদ সায়েফ উল্লাহ; হেরিটেজ স্কুল থেকে মোস্তাকিম রহমান মাহির; ইম্পেরিয়াল কলেজের আবদুল্লাহ আল জুনায়েদ; ঢাকা সানিডেল স্কুলের শিক্ষার্থী মুহাম্মদ মাহদি মারজান; ঢাকা কলেজ থেকে ফায়েক আবদী; নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা থেকে এস এম মুস্তাফি; সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে সানান শিকদার এবং দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মো. সাদ ইসলাম। অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের তৃতীয় বর্ষের জান্নাতুল ফেরদৌস ফ্যাবিনের নেতৃত্বে কোড ব্ল্যাক দলের সদস্যরা হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বায়োটেক প্রথম বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান সিনহা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান নওরিন ও সানিয়া ইসলাম সারা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের তাহিয়া রহমান।
টিম অ্যাটলাসের সানি জুবায়ের বলেছেন, ‘দেশের কৃষিপ্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচনের জন্য মূলত এ বটগুলো উদ্ভাবন করেছি। একসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও সগৌরবে নেতৃত্ব দিতেও চেষ্টা করছি। এ স্বীকৃতি সে পথকেই উন্মোচিত করল বলে মনে করি। আর এটা সম্ভব হয়েছে আমাদের টিমওয়ার্কের মাধ্যমে। এজন্য গত তিন মাস আমরা অনেক নির্ঘুম রাত কাটিয়েছি এটা নিয়ে গবেষণা ও উদ্ভাবনের কাজে।’ এ বছরের ইভেন্টটি ২১ থেকে ২৫ সেপ্টেম্বর MAHSA ইউনিভার্সিটি, কুয়ালালামপুর, মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়। ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্রসহ মোট ১৫ দেশের প্রায় ৩০০ উদ্ভাবক দল এ বছর প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতাটি পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়েছিলÑফলিত জীবন বিজ্ঞান, উদ্ভাবনী সামাজিক বিজ্ঞান, ফলিত পদার্থবিদ্যা ও প্রকৌশল, পরিবেশ বিজ্ঞান ও আইটি এবং রোবোটিকস।