আসলাম সানী
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৩ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
মায়ের কোলে-
থাকি বলে
শুধুই কি ঘুমাই?
ধীরে ধীরে আমিও যে
বড়ো হতে চাই
জগৎটাকে দেখব বলে
স্বপ্ন দেখে যাই
পড়তেও চাই
শিখতেও চাই
ছবি এঁকে
লিখতেও চাই,
ফুলের গন্ধ পাইÑ
বড়ো হয়ে দেশ গড়ব
দৈত্য-দানোর সাথে লড়ব
দেশ-কাল-মার হাল ধরবÑ
সূর্যের সাথে জাগব
চাঁদের সাথে ঘুমিয়ে আমি
মায়ের কোলেই থাকব
মায়ের ছবি আঁকব আমি
গাঁয়ের ছবি আঁকব।
দাদুর আদর
মামুন সারওয়ার
কলম যখন কাগজ জুড়ে
দুলতে থাকে
কাগজ তখন ছড়ার ছন্দে
ফুলতে থাকে।
ফুলতে ফুলতে দুলতে দুলতে
ছড়া হয়
খোকা খুকুর মুখে মুখে
পড়া হয়।
পড়তে পড়তে খোকন তখন
বলে খুকু-
ছন্দ ছড়ায় নিলাম দাদুর
আদরটুকু।