× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলবে পর্যটনের দুয়ার

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫১ এএম

মেলায় শতাধিক পর্যটন সংস্থা অংশ নিয়েছে 	প্রবা ফটো

মেলায় শতাধিক পর্যটন সংস্থা অংশ নিয়েছে প্রবা ফটো

এয়ারলাইনস থেকে শুরু করে ট্রাভেল এজেন্সি ও রিসোর্ট, সবকিছুতেই ছাড়। পর্যটক টানতে এমন আকর্ষণীয় সুযোগ গ্রহণে ভ্রমণপিপাসু মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে এশিয়ান ট্যুরিজম ফেয়ারে।

আয়োজকরা বলছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে আন্তর্জাতিক এই পর্যটন মেলা মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। এটি দেশের পর্যটন খাতের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ ‘খুলবে পর্যটনের দুয়ার, এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ প্রতিপাদ্য নিয়ে গত ১৯ সেপ্টেম্বর শুরু হয় ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৪। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলে। তিন দিনব্যাপী এ ট্যুরিজম ফেয়ার চলে ২১ সেপ্টেম্বর  পর্যন্ত। ১১ বছর ধরে ধারাবাহিক এ মেলার আয়োজন করছে পর্যটন বিচিত্রা। এবারের মেলায় বাংলাদেশসহ মালদ্বীপ, চীন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভুটান এবং সিঙ্গাপুরের শতাধিক পর্যটন সংস্থা অংশ নিয়েছে। স্টল ঘুরে দেখা গেছে, আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা ছিল।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, পর্যটন শিল্পে গতি ফেরাতে বাংলাদেশের পর্যটন আকর্ষণকে দেশ-বিদেশের মানুষের কাছে আরও জনপ্রিয় করা এবং আঞ্চলিক পর্যটন শিল্পের সঙ্গে সেতুবন্ধন করাই ছিল এই মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য। মেলায় দৃষ্টিনন্দন স্টল করে চায়না দূতাবাস। দূতাবাসের কর্মী তন্নী রহমান বলেন, ‘আমরা চায়নার বিভিন্ন পর্যটন গন্তব্যের তথ্য মেলায় আসা দর্শনার্থীদের কাছে তুলে ধরছি। দর্শনার্থীদের মধ্যে যারা চায়নার পর্যটন ভিসার জন্য আবেদন করবেন, তাদের ভিসাপ্রাপ্তিতে আমরা বিশেষ সহযোগিতা করব।’ 

মেলায় ঘুরতে আসা পর্যটন ব্যবসায়ী এমদাদুল হক বলেন, ‘বিভিন্ন দেশের এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে মেলায় এসেছি। মালদ্বীপ ও সিঙ্গাপুরের এজেন্সির সঙ্গে কথা বলতে পেরেছি।’ দেশীয় পর্যটনের নতুন গন্তব্য খুঁজতে মেলায় এসেছেন দর্শনার্থী তৌহিদুল ইসলাম। তিনি বলেন, গৎবাঁধা কিছু গন্তব্য ছাড়া দেশীয় পর্যটনের খুব বেশি বিকাশ হয়নি। তবে এই মেলায় টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন ও নিঝুম দ্বীপের কিছু প্যাকেজ ভালো লেগেছে। নদী ভ্রমণের প্যাকেজে একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি দিয়েছিল ঢাকা ডিনার ক্রুজ। প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. সোহেল বলেন, ‘বাই ওয়ান, গেট ওয়ান প্যাকেজে একটি টিকিটে দুজন ভ্রমণ করতে পারবেন। এই ভ্রমণের আওতায় মুরাপাড়া জমিদারবাড়ি ও রূপসী জামদানি পল্লী ভ্রমণ করতে পারবেন।’ 

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন বলেন, ‘আমরা মেলায় শীতলক্ষ্যা, মেঘনা ও বুড়িগঙ্গায় নৌভ্রমণ নিয়ে এসেছি। আপনারা জানেন, আমাদের দেশের ভ্রমণপ্রিয় মানুষদের বেশিরভাগই নদীপথে ঘুরতে পছন্দ করেন। আমরা ঢাকার আশপাশের তিনটি নদীতে স্বল্প মূল্যে ভ্রমণ নিয়ে এসেছি। আমরা প্রচুর সাড়া পাচ্ছি। মানুষ আসছে আমাদের সঙ্গে কথা বলে আগ্রহ প্রকাশ করছেন।’ এ ধরনের ভ্রমণের পাশাপাশি শুধু নারীদের ভ্রমণ নিয়ে মেলায় এসেছে লেডি বার্ড। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক উন্নয়নের নির্বাহী ফেরদৌসী রহমান বলেন, ‘আমাদের দেশের অনেক নারী একা কিংবা কয়েকজন মিলে ভ্রমণ করতে পছন্দ করেন। কিন্তু বেশিরভাগ সময় তাদের ছেলেদের সঙ্গেই ট্যুরে যেতে হয়। কারণ ট্যুর গ্রুপগুলো ছেলেমেয়ে উভয়কে নিয়েই ট্যুর আয়োজন করে থাকে। বেশিরভাগ নারী সেই গ্রুপগুলোতে ভ্রমণ করতে নিরাপদ মনে করেন না। সেজন্য তারা ভ্রমণ থেকে বিরত থাকেন। আমরা তাদের জন্য দেশে-বিদেশে ভ্রমণের ব্যবস্থা করে থাকি।’

মেলার একটি স্টলে ফিলিপাইনের বিভিন্ন আকর্ষণীয় পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। পণ্যগুলোর মধ্যে ছিল চামড়ার ব্যাগ, জুতা, মুক্তার মালা, মজাদার খাবার, বিশেষ সাবান। সেখানে ফিলিপাইনের অনুমোদিত তিনটি এজেন্সি বিভিন্ন ভ্রমণ প্যাকেজ অফার করে। মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইনস, প্রাইম পার্টনার কান্ট্রি মালদ্বীপ, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা। ব্যাংকিং পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রিসোর্ট পার্টনার ছুটি রিসোর্ট, ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস, কানেক্টিভিটি পার্টনার এডিএন টেলিকম, ক্রুজ পার্টনার ঢাকা ডিনার ক্রুজ।

মেলার সাপোর্টিং অ্যাসোসিয়েশন হিসেবে ছিল ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আউট বাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলসহ সংশ্লিষ্ট অন্যান্য অ্যাসোসিয়েশন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা