সারওয়ার-উল-ইসলাম
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৫ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০ পিএম
পিচঢালা পথ, উঁচু দালান সাঁই সাঁই সাঁই গাড়ি
মিছিল মিটিং দাবি দাওয়া হুমকি মারামারি,
মাঝরাতে ভয়, কাল কী হবে? ঘুম আসে না চোখে
লাল সবুজের দেশ কেঁদে যায় স্বজনহারার শোকে।
রক্ত জবার সবুজ পাতায় রক্ত শুধু ঝরে-
খুব নীরবে চুইয়ে চুইয়ে সবুজ ঘাসে পড়ে।
পাঠ মনোযোগ, পড়ার টেবিল টানছে না আর কাছে,
খোঁজ রাখি না গোলাপ গাছে কয়টা গোলাপ আছে।
যে পাখিটা ব্যালকনিতে এসে সকালবেলা
গ্রিলে বসে কিচিরমিচির করত শুধু খেলা
খোঁজ রাখি না সেই পাখিটার, বিষণ্নতায় মনÑ
ভরে থাকে চুপটি করে থাকি সারাক্ষণ।
মেঠো পথে ধুলার গন্ধ, গরু নিয়ে ফেরাÑ
সেই কিশোরের জীবনটাকেই হচ্ছে মনে সেরা।
এই পৃথিবীর কোনো কিছুই নেই ভাবনায় ওর,
গরু নিয়ে মাঠে ছোটে আসলে রাঙা ভোর।
ভাতের সাথে ভর্তা ভাজি কাঁচা মরিচ পেলে-
তাতেই খুশি জীবনটা ওর যাচ্ছে হেসেখেলে।
সেই কিশোরের পাশে বসে হোগলা পেতে রাতে-
বলব কথা গাজী-কালু-চম্পাবতীর সাথে।
কিছু সময় এমন কোথাও চাইছি চলে যেতে
কাকতাড়ুয়ার ভয়ে পাখি নামে না ধানক্ষেতে।
মানুষকে ভয় পায় না মানুষ মায়ার পরিবেশ
এমন কোথাও চাইছি যেতে, কোথায় এমন দেশ?