রহমান জীবন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৩ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৭ পিএম
গাছের ডালে পাখি দেখে
খোকন সোনা ধরতে চায়
অমনি পাখি ফুড়ুৎ করে
ডাল ছেড়ে সে উড়ে যায়।
চালাক পাখি বড্ড পাঁজি
এ ডাল ও ডাল করে যে
দিনটা কাটে পাখির পিছে
খোকন সোনার ঘুরে যে।
বনের পাখি বনেই ভালো
তাকে বন্দি করা ঠিক না
বইয়েও লেখা পাখি ধরা
মোটেও ভালো দিক না।