মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৩ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৫ পিএম
জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার
জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার ফ্রাঙ্কফুর্টের এক সরাইখানায় খাওয়াদাওয়া করতেন। সেখানে ইংরেজ সেনারাও মাঝে মাঝে খেতে যেত। শোপেনহাওয়ার খাওয়া শুরু করার আগে পকেট থেকে একটি স্বর্ণমুদ্রা বের করে টেবিলের ওপর রাখতেন। খাওয়া শেষ হলে সেটা আবার পকেটে পুরে চলে যেতেন। এ দৃশ্য এক ওয়েটার কয়েক দিন দেখার পর একদিন দার্শনিকের কাছে এর কারণ জানতে চাইলেন। তখন শোপেনহাওয়ার বললেন, ‘শোনো তাহলে। আমি নিজের সঙ্গে বাজি ধরেছি। যেদিন শুনব ওই ইংরেজ পুরুষ সেনারা ঘোড়া, কুকুর আর মেয়েমানুষ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে গালগল্প করছে, সেদিনই আমি এ মুদ্রাটি দরজার কাছে গরিবদের জন্য রাখা দানবাক্সে ফেলে দেব।’
সূত্র : চমকপ্রদ সত্য ঘটনা, কবীর চৌধুরী