প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫৮ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৯ পিএম
পোল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পরিচালিত শিক্ষা কার্যক্রমের নাম বোলোগ্না। এটি পুরো ইউরোপে মেনে চলা হয়।
এর ফলে এখানকার ডিগ্রিগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। শুধু ইউরোপেই নয়, এর বাইরে বিশ্বের যেকোনো চাকরির বাজারে গ্রহণযোগ্যতা আছে পোলিশ ডিগ্রির।
আবেদনের পূর্বশর্ত
আন্ডারগ্রাজুয়েশনে ভর্তির জন্য একাডেমিক শিক্ষা কার্যক্রমে ১২ বছর অতিবাহিত করতে হবে। এখানে প্রতিটি চূড়ান্ত পরীক্ষায় সর্বনিম্ন ৬০ শতাংশ নম্বর পেতে হবে। জিপিএ (গ্রেড পয়েন্ট অ্যাভারেজ) পদ্ধতিতে প্রোগ্রাম অনুসারে ন্যূনতম গ্রেডের প্রয়োজনীয়তা ভিন্ন হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে জিপিএ ২.৫ চাওয়া হয়। ইংরেজি ভাষায় দক্ষতার জন্য আইইএলটিএসে প্রতিটি ব্যান্ডে ৫.৫সহ সামগ্রিক স্কোর ৬ থাকতে হয়। মাস্টার্সের জন্য তিন থেকে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে, যেখানে কোনো পরীক্ষায় ৬০ শতাংশের নিচে পাওয়া যাবে না। আইইটিএলএসে প্রতিটি ব্যান্ড স্কোর অবশ্যই ৬.৫ বা তার ওপরে থাকতে হবে। এ ছাড়া ডিজাইন, মেডিকেল বা প্রকৌশলের মতো প্রোগ্রামগুলোর ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা পূরণের প্রয়োজন হতে পারে।
সেরা বিষয়গুলো
মেডিসিন, মনোবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, আইন, ব্যবসায় ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং, কলা, নকশা ও স্থাপত্য।
আবেদনের সময়
আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত দুটি ভিন্ন মৌসুমে পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির আবেদন শুরু করতে পারেন। একটি সেপ্টেম্বর থেকে অক্টোবরে, অন্যটি ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে। প্রতিটি মৌসুমেরই রয়েছে নির্দিষ্ট সময়সীমা, যা বিশ্ববিদ্যালয় অনুসারে পরিবর্তিত হয়।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র
পোল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন
যারা দীর্ঘমেয়াদি পড়াশোনার জন্য পোল্যান্ডে যেতে ইচ্ছুক, তাদের টাইপ-ডি ভিসার জন্য আবেদন করতে হবে। এ ভিসায় এক বা একাধিক ভিজিটে ৯০ দিন থেকে শুরু করে এক বছর পর্যন্ত পোল্যান্ডে থাকার অনুমতি লাভ করা যায়। এ স্টাডি ভিসার জন্য ই-কনস্যুলেটের ওয়েবসাইটে নিবন্ধন করতে হয়। এটি মূলত ভিসা প্রাপ্তির জন্য দূতাবাসে সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পরই ভিএফএস ওয়েবসাইটে যেতে হবে। এটিই হলো পোল্যান্ডের স্টুডেন্ট ভিসার অনলাইন আবেদন।