বিপুল বড়ুয়া
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৬ পিএম
আকাশ ডাকে চুপিচুপি
বাড়িয়ে দাও হাত
তোমার জন্য জ্বেলেছি এই
আলোর ধারাপাত।
নদীর আছে ঢেউয়ের ঝিলিক
রুপোর ঝিকিমিকি
নাও না এসো মুঠি মুঠি
তোমায় দেব ঠিকই।
পাখির মেলা উড়াল উছল
দেশ মহাদেশ পাড়ি
দেবে খোকা খুব জমবে
থাক না উঠোন বাড়ি।
মা বকবে মোটেও না
হও না ঘরের বের
অনেক কিছু দেখার আছে
জানতে পাবে ঢের।