জসীম মেহবুব
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৪ পিএম
মেঘেদের রূপ দেখে হতবাক টুনি,
কখনো বা রবি কবি হয় ঋষি মুনি।
কখনো বা নজরুল-সুকান্ত হয়ে,
খুব দ্রুত ছুটে চলে হিমালয় জয়ে।
কখনো ভেড়ার পাল দুধসাদা বক,
কখনো বা মনে হয় তার প্রিয় ফ্রক।
কখনো জিরাফ-ঘোড়া হয় হনুমান,
গরিলা কিংবা বাঘ গায়ে আলোয়ান।
খরগোশ হয়ে মেঘ করে ছোটাছুটি,
কখনো বা মনে হয় ময়দার রুটি।
যখন সে মেঘ হয় মা’র প্রিয় মুখ,
টুনিটার মুখে ফোটে হাসি টুকটুক।