মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২১ পিএম
ইংরেজ সাহিত্যিক চার্লস ল্যাম্ব
ইংরেজ সাহিত্যিক চার্লস ল্যাম্ব (১৭৭৫-১৮৩৪) লন্ডনের ইস্ট ইন্ডিয়া হাউসে চাকরি করতেন। কর্মস্থলে পৌঁছতে তিনি প্রায়ই দেরি করতেন। এ নিয়ে একদিন অফিসের বস তাকে জেরা শুরু করেন। ধমকের সুরে বলেন, ‘মি. ল্যাম্ব আপনি রোজ অফিসে দেরিতে আসেন। এর কারণ কী?’ ল্যাম্ব বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে উত্তর দিলেন-হ্যাঁ, আমি দেরি করে আসি। কিন্তু সবার আগে অফিস থেকে বের হয়ে যাই। সেটা বিবেচনায় নেবেন না?’
সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম