প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৫ পিএম
গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য অন্যতম গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গবেষণা প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। কোর্সভেদে আবেদনের সময়ের ভিন্নতা আছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন গবেষণায় বৃত্তির জন্য।
সুযোগসুবিধা
আংশিক টিউশন ফি প্রদান করা হবে; স্বাস্থ্যবীমা ভাতা প্রদান করা হবে; প্রোগ্রাম চলাকালে গবেষণার জন্য আলাদা ভাতা প্রদান করা হবে; বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
আবেদনের যোগ্যতা
অ্যাকাডেমিকে ভালো ফল হতে হবে; গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে; ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে; আইইএলটিএসে ন্যূনতম ৬ দশমিক ৫ পেতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনকারীর পাসপোর্ট; রেফারেন্স লেটার; অ্যাকাডেমিক পেপারস; মোটিভেশনাল লেটার; রিসার্চ প্রপোজাল; আবেদনকারীর সিভি।
বিস্তারিত জানতে: www.griffith.edu.au/research-study/ scholarships/guiprs
মায়ামি বিশ্ববিদ্যালয়ে ‘স্ট্যাম্প স্কলারশিপ’
যুক্তরাষ্ট্রের অন্যতম একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মায়ামি বিশ্ববিদ্যালয়। এটি ১৮০৯ সালে প্রতিষ্ঠিত হয়। লিবারেল আর্টস এবং বিজ্ঞানের জন্য মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ‘স্ট্যাম্প স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এ স্কলারশিপ পাবেন। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময়- ১ নভেম্বর ২০২৪।
সুযোগসুবিধা
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে; আবাসন খরচ প্রদান করা হবে; ল্যাপটপ প্রদান করা হবে; ১২ হাজার ডলারের একটি উপবৃত্তি পাবেন কেউ ‘স্ট্যাম্প স্কলারশিপ’ পেলে; স্বাস্থ্যবীমা প্রদান করা হবে; এ ছাড়াও শিক্ষার্থীরা গবেষণাসহ অন্য ক্ষেত্রের জন্য বিভিন্ন ধরনের ভাতা পাবেন।
আবেদনের যোগ্যতা
মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে; এসিটি ও এসএটি স্কোর জমা দিতে হবে; উচ্চমাধ্যমিকে ভালো ফল থাকতে হবে; ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে; আইইএলটিএসে ন্যূনতম ৬ দশমিক ৫ অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ পেতে হবে।
আবেদনপ্রক্রিয়া
আবেদনের বিস্তারিত জানতে admissions.miami.edu/undergraduate/fin