গোলাম কিবরিয়া
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ১৭:১৬ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ১৭:৩৫ পিএম
‘আমরা এক, বাংলাদেশ’ শিরোনামে এ মানবিক সহায়তা কার্জক্রমটি যৌথভাবে পরিচালনা করছে- ব্লাডম্যান, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি, সঞ্চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লাল বাস।
স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবেতর জীবনযাপন করছে লাখো মানুষ। বন্যার্তদের সহায়তায় দেশের বিভিন্ন সংগঠন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার নতুন বাজার নূরানি মাদ্রাসায় ২০০ এর বেশি মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে যৌথভাবে ৬টি সংগঠন। এ ছাড়াও ‘আমরা এক, বাংলাদেশ’ শিরোনামে মানবিক সহায়তার এ আয়োজনে মধ্যচর কোলাকোপা ডাক্তারপাড়া নোমানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রের ৪০০ মানুষকে ডাক্তার ও মেডিসিন সহায়তা দিয়েছে।
চিকিৎসেবার পাশাপাশি ১ হাজার মানুষকে পোশাক এবং ৪৫০ জনকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ‘আমরা এক, বাংলাদেশ’ শিরোনামে এ মানবিক সহায়তা কার্জক্রমটি যৌথভাবে পরিচালনা করছে- ব্লাডম্যান, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি, সঞ্চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লাল বাস। এ ছাড়াও ওষুধ দিয়ে এই কার্যক্রমে যুক্ত ছিল- TİKA Dhaka এবং অপসোনিন ফার্মা। ত্রাণ এবং ওষুধ পরিবহনে ছিল দারাজ। উল্লেখ্য, তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা ঢাকা) দেশের বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।