হাওরের অসাধারণ রূপ দেখতে প্রতি বছরেই প্রচুর পর্যটক হাওর ভ্রমণ করে থাকে। বর্ষা ও শরতে হাওর হয়ে উঠে পর্যটকদের জন্য আকর্ষণীয়। তবে হাওর ভ্রমণে কিছু সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। এক ঝলকে চলুন দেখে নিই কি সেসব সতর্কতা।
- হাওর ভ্রমণকালে অবশ্যই লাইফ জ্যাকেট সঙ্গে নিন।
- যে কোন কিছুর জন্যে দামাদামি করে নিবেন।
- একসাথে গ্রুপ করে গেলে খরচ কম হবে। ৪-৫ জন বা ৮-১০ জনের গ্রুপ হলে ভালো।
- হাওরে বজ্রপাত হলে নৌকার ছৈয়ের নিচে অবস্থান করুন।
- খাবারের অতিরিক্ত অংশ/উচ্ছিষ্ট, প্যাকেট ইত্যাদি হাওরের পানিতে ফেলা থেকে বিরত থাকুন।
- উচ্চ শব্দ সৃষ্টিকারী মাইক বা যন্ত্র পরিহার করুন।
- রাতের বেলা অতিরিক্ত উজ্জ্বল আলো উৎপন্ন করবেন না।
- মাছ, বন্যপ্রাণী কিংবা পাখি ধরা বা এদের জীবন হুমকির মধ্যে পড়ে এমন কাজ থেকে বিরত থাকুন।
- অনেকে নৌকার গলুই বা ছই এর উপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে অনেক ঝুঁকি নেন। এটি খুবই বিপদজনক।
- আবহাওয়ার নিম্নচাপ,ঘূর্ণিঝড়-এমন প্রতিকূল পরিবেশে হাওর ভ্রমণে বিরত থাকা উচিত।
- হাওরে ঘুরতে গিয়ে অনেকে হারিয়ে যায়। এমন পরিস্থিতিতে জরুরি নম্বরে (৯৯৯) কল দিয়ে সহায়তা নিন
ভ্রমণে সঙ্গে নিন
নিয়মতি সেবনীয় ওষুধ, টয়লেট পেপার, ব্যাগ ঢেকে ফেলার মতো বড় পলিথিন, টর্চ ব্যাকআপ ব্যাটারিসহ, পাওয়ার ব্যাংক, ক্যাম্পিং মগ, চাদর, রেইনকোর্ট বা ছাতা, সানগ্লাস, ক্যাপ বা হ্যাট, গামছা, খাবার পানি, হাফ প্যান্ট এবং সহজে শুকায় এমন জামাকাপড়।