× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাই-বোনের ঝগড়া খারাপ নয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৬:২৭ পিএম

ভাই-বোনের ঝগড়া খারাপ নয়

যেসব বাবা-মা চিন্তা করেন তাদের প্রায় সমবয়সি শিশুসন্তানদের মধ্যে কেন ঝগড়া, মারামারি লেগে থাকে। এজন্য সারা দিন তারা তটস্থ থাকেন, শাসন করেও থামানো যাচ্ছে না। তাদের বলছি, ভাই-বোন কিংবা ভাই-ভাইয়ের এ ঝগড়া কিন্তু মোটেই খারাপ বিষয় নয়।

এ বিষয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ফ্যামিলি রিসার্চের বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছেন, তাতে সবার বরং খুশি হওয়ারই কথা।

তারা বলেছেন, ভাই-বোনের মধ্যে তর্ক-ঝগড়ার মধ্য দিয়ে আসলে তাদের সামাজিক দক্ষতা, শব্দভান্ডার বৃদ্ধি এবং মানসিক বিকাশ ত্বরান্বিত হওয়ার পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব বাড়ে। সামাজিক যোগাযোগ ক্ষমতাও বৃদ্ধি পায় এর মাধ্যমে। এবং তারা ধারণা করেন, শৈশবকালে লড়াই করা ভাই-বোনেরা পরবর্তী জীবনেও বিভিন্ন বিষয়েও উন্নতি করার সুযোগ পায়। আর এ কারণে দেখা যায়, দ্বিতীয় বা ছোট সন্তানটি অনেকাংশে বড়জনের চেয়ে এগিয়ে থাকে।

‘টডলারস আপ’ শিরোনামে বিজ্ঞানীরা ১৪০ জন পাঁচ বছরের কম বয়সি শিশুর ওপর এ গবেষণা করেনে। তবে তারা এও বলেছেন, ভাই-বোন বা ভাই-ভাইয়ের মধ্যকার এ ঝগড়াবিবাদ যদি দীর্ঘমেয়াদি হয়, তবে ভবিষ্যৎ জীবনে তাদের আচরণগত সমস্যা তৈরি হতে পারে। তাদের মধ্যে মৃদু বিবাদ দুজনেরই মানস গঠনে সহায়তা করে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা