প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৬:২৭ পিএম
যেসব বাবা-মা চিন্তা করেন তাদের প্রায় সমবয়সি শিশুসন্তানদের মধ্যে কেন ঝগড়া, মারামারি লেগে থাকে। এজন্য সারা দিন তারা তটস্থ থাকেন, শাসন করেও থামানো যাচ্ছে না। তাদের বলছি, ভাই-বোন কিংবা ভাই-ভাইয়ের এ ঝগড়া কিন্তু মোটেই খারাপ বিষয় নয়।
এ বিষয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ফ্যামিলি রিসার্চের বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছেন, তাতে সবার বরং খুশি হওয়ারই কথা।
তারা বলেছেন, ভাই-বোনের মধ্যে তর্ক-ঝগড়ার মধ্য দিয়ে আসলে তাদের সামাজিক দক্ষতা, শব্দভান্ডার বৃদ্ধি এবং মানসিক বিকাশ ত্বরান্বিত হওয়ার পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব বাড়ে। সামাজিক যোগাযোগ ক্ষমতাও বৃদ্ধি পায় এর মাধ্যমে। এবং তারা ধারণা করেন, শৈশবকালে লড়াই করা ভাই-বোনেরা পরবর্তী জীবনেও বিভিন্ন বিষয়েও উন্নতি করার সুযোগ পায়। আর এ কারণে দেখা যায়, দ্বিতীয় বা ছোট সন্তানটি অনেকাংশে বড়জনের চেয়ে এগিয়ে থাকে।
‘টডলারস আপ’ শিরোনামে বিজ্ঞানীরা ১৪০ জন পাঁচ বছরের কম বয়সি শিশুর ওপর এ গবেষণা করেনে। তবে তারা এও বলেছেন, ভাই-বোন বা ভাই-ভাইয়ের মধ্যকার এ ঝগড়াবিবাদ যদি দীর্ঘমেয়াদি হয়, তবে ভবিষ্যৎ জীবনে তাদের আচরণগত সমস্যা তৈরি হতে পারে। তাদের মধ্যে মৃদু বিবাদ দুজনেরই মানস গঠনে সহায়তা করে থাকে।