প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৬:২৪ পিএম
আর্জেন্টিনার দক্ষিণে পাম্পাস অঞ্চলের সমতলভূমির ওপর দিয়ে বিমানে চড়ে যাওয়ার সময় স্বামী পেড্রো মার্টিন উরেটাকে অদ্ভুত এক ইচ্ছার কথা বলেছিলেন তার স্ত্রী গ্রাসিয়েলা ইরাইজোজ। গ্রাসিয়েলা বলেছিলেন, নিচের এ সবুজে যদি গিটার আকৃতির একটি বাগান করা যেত দারুণ হতো!
পেড্রো মার্টিন তখন স্ত্রীর কথা সেভাবে গুরুত্ব দেননি। কিন্তু এর কয়েক বছর পর ১৯৭৭ সালে সন্তান প্রসবের সময় মারা যান গ্রাসিয়েলা। স্ত্রীর ইচ্ছা পূরণে গিটার আকৃতির একটি বাগান তৈরিতে দুই বছর পরই কাজে নেমে পড়েন পেড্রো মার্টিন। আধা কিলোমিটারের বেশি জায়গা জুড়ে চারা রোপণের পাশাপাশি বাগানটির আকৃতি তৈরিতে পাঁচ বছর যায়। প্রথমে অনেকেই তাকে পাগল হিসেবে আখ্যায়িত করেন।
কিন্তু পেড্রো ছিলেন তার চিন্তায় অটল। চার সন্তানকে নিয়ে ধীরে ধীরে ৪০ বছরের বেশি সময়ে ৭ হাজারের বেশি সাইপ্রাস ও ইউক্যালিপটাস গাছের মাধ্যমে স্বপ্নের বাগানটি গঠন করেন।
সেখানে রঙবেরঙের নানা ফুলসহ আছে আরও বিভিন্ন প্রকারের গাছ। গিটার বাগান শুধু আকৃতিতেই নয়, বরং ওপর থেকে দেখলে এটিকে মনে হবে একটি পরিপূর্ণ গিটার।
পেড্রো মার্টিনের মেয়ে মারিয়া জুলিয়া বলেন, ‘আমার বাবার এ অসামান্য কাজ মাকে জীবিত পাওয়ার অনুভূতি দেয় আমাদের মনে।’