প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৬:২০ পিএম
২০১১ সালের ১১ এপ্রিল জাপানে আঘাত হানে প্রলয়ংকরী সুনামি। প্রায় ২০ হাজার নিহত এবং নিখোঁজ হয় আড়াই হাজার মানুষ। সুনামি আঘাত হানার দিন থেকে স্ত্রী ইয়োকোকে খুঁজে পাননি ইয়াসুও তাকামাতসু।
হারিয়ে যাওয়া স্ত্রীর জন্য এখন তিনি প্রতি সপ্তাহে সমুদ্রে নামেন। ডাইভিং স্যুট ও গিয়ার নিয়ে সমুদ্রের তলদেশ চষে বেড়ান, যদি মেলে স্ত্রীর খোঁজ। পেশায় বাসচালক ইয়াসুও ভয়ংকর সেই দিনে কাজে যাননি। তার স্ত্রী কাজ করতেন একটি ব্যাংকে। সুনামি আঘাতের কয়েক মাস পর স্ত্রীর মোবাইলটি উদ্ধার হয়।
এর পরও তিনি প্রায় আড়াই বছর বিভিন্ন স্থানে প্রিয় স্ত্রীকে খুঁজে বেড়ান। অবশেষে ২০১৩ সালে চিন্তা করেন, যে সমুদ্র কেড়ে নিয়েছে তার প্রিয়তমাকে, সেখানেই খুঁজবেন তিনি।
এর পর থেকে ১১ বছর ধরে ইয়াসুও সমুদ্রে নামেন। স্ত্রীকে ফিরে পাওয়ার সম্ভাবনা নেই, তবু কেন এ কাজ করেনÑ এমন প্রশ্নের জবাবে ইয়াসুও জানান, ‘ওকে হয়তো খুঁজে পাব না। কিন্তু ইয়োকোর সন্ধান না করে বাসায় বসে থাকাটা অনেক বেশি হতাশার। এটি আমাকে অনেক বেশি কষ্ট দেয়। আর এ কারণেই তাকে খুঁজে বেড়াই।’
ইয়োকো আর ইয়াসুওর হয়তো আর দেখা হবে না। কিন্তু তাদের প্রেম চিরঞ্জীব থাকবে।