মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১২:০৪ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১২:১১ পিএম
পোপ লিও দ্বাদশ
পোপ লিও দ্বাদশ ইতালির জেলখানা পরিদর্শনে গিয়ে কয়েদিদের প্রশ্ন করেন, ‘কোন অপরাধে তোমাদের সাজা হয়েছে?’ জবাবে সব কয়েদি জানাল, ‘আমরা প্রত্যেকে নির্দোষ, শুধু একজন বাদে।’ সেই একজন কয়েদি বলল, তার অপরাধের কারণেই জেল হয়েছে। পোপ তখন জেল সুপারের দিকে তাকিয়ে বললেন, ‘একে এখান থেকে বের করে দাও। আমি চাই না, ও
অন্য কয়েদিদের সান্নিধ্যে থেকে অসৎ হোক।’
সূত্র : বিখ্যাতদের রঙ্গমঞ্চ