বৈষম্যবিরোধীদের চোখে আগামীর বাংলাদেশ
ফারাবী জিসান
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ১৪:৪২ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্র্যাক ইউনিভার্সিটি শাখার সমন্বয়ক ফারাবী জিসান।
কোটা সংস্কার আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। রাজধানীর রামপুরায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্র্যাক ইউনিভার্সিটি শাখার সমন্বয়ক ফারাবী জিসান
প্রথমেই সেই অসংখ্য শহীদ ও আহতকে স্মরণ করতে চাই যাদের এ মহান আত্মত্যাগের মধ্য এ বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এ বাংলাকে পরাধীন করার দোসররা, ফ্যাসিবাদের দালালরা বাংলাদেশকে একটি দলীয় কার্যালয়ের মতো ব্যবহার করেছে। তাদের আন্তর্জাতিক মানদণ্ডে বিচারের ট্রাইব্যুনালের সম্মুখীন করতে হবে। আমাদের ব্যাংক খাত থেকে প্রায় ১.৫ লাখ কোটি টাকার মতো লুট হয়েছে। এ টাকা যদি দেশে থাকত তবে আমাদের দেশে বেকারত্ব সমস্যা একদমই থাকত না বলে আমি মনে করি। এ ছাড়া আমরা দেখেছি কুইক লেন্ডারের নামে লাখো কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যবহার। প্রায় ১.৮২ কোটি টাকা আছে শুধু খেলাপি ঋণ। এগুলোই আমাদের মূল অন্তরায় বেকারত্বের পেছনে। এ খাত সংস্কার করতে হবে। আমরা দেখেছি কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় কোণঠাসা হয়ে গিয়েছিল, হল ছেড়ে দিয়েছে, আন্দোলন প্রায় স্তিমিত; ঠিক তখনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং আন্দোলন নতুন করে প্রজ্বালিত করে।
দীর্ঘ সময় ধরে নেতৃত্ব তৈরি হওয়ার জায়গা থেকে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলারই অংশগ্রহণ ছিল। কিন্তু এবার সেই পট বদলেছে। কারণ মেধার দিক দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় অনেক বেশি এগিয়ে রয়েছে এবং এখানেই রয়েছে মেধাবীদের বিচরণ। তাই রাষ্ট্র গঠনের মতো একটি গুরুদায়িত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এবার যুক্ত করা উচিত বলে আমি মনে করি।