মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ১৩:২০ পিএম
রবীন্দ্রনাথ ঠাকুর
সুধাকান্ত রায়চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নিত্যসঙ্গী। একবার সুধাকান্ত চোখে নতুন চশমা পরে কবির কাছে যান। চশমার কাচটা ছিল একটু নীলাভ। সুধাকান্ত কবিকে বললেন, সাদা কাচের চেয়ে একটু রঙিন কাচই নাকি আমার চোখের পক্ষে উপকারী, তাই ডাক্তার এ কাচটাই দিয়েছেন। কবি শুনে গম্ভীর হয়ে বললেন, যাক, এত দিনে নিশ্চিন্ত হওয়া গেল। স্বয়ং ভগবান তোমাকে যে জিনিসটি দিতে পারেননি, এখন দেখছি ডাক্তাররাই তোমাকে সেটা দিলেন। সুধাকান্ত কবির কথার প্যাঁচটি ঠিক বুঝতে না পেরে তার মুখের দিকে চেয়ে রইলেন। কবি এবার বললেন, বুঝতে পারছ না? চক্ষুলজ্জা হে! চক্ষুলজ্জা। কবির কথা বুঝতে পেরে সুধাকান্ত হেসে ফেললেন।
সূত্র : রবীন্দ্রনাথের হাস্য পরিহাস