বৈষম্যবিরোধীদের চোখে আগামীর বাংলাদেশ
আসাদুল্লাহ আল গালিব
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ১২:২১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও শাবিপ্রবি শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব। কোটা সংস্কার আন্দোলনে প্রথম থেকেই সক্রিয় আছেন গালিব
বিপ্লব-পরবর্তী আমার চাওয়া বৈষম্যহীন বাংলাদেশ। যেখানে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। যেখানে ছাত্ররা উদ্ভাবনের স্বপ্ন নিয়ে ঘুমাতে যাবে, ঘুম থেকে উঠে গবেষণায় মত্ত হয়ে উঠতে পারবে। শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা হবে বিশ্বমানের। যেখানে কৃষক, শ্রমিক, দিনমজুর, শিক্ষক, চিকিৎসক, আমলা, প্রশাসকসহ সবাই সমান সুযোগসুবিধা পাবে। যেখানে বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ, নির্বাচন কমিশন, প্রশাসন, সংবাদমাধ্যম স্বাধীনভাবে ফাংশন করবে। ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দলগুলো বিলুপ্ত হবে। গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশ পরিচালনা করবে।দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও উন্নয়নশীল দেশে পরিণত করার স্বপ্নও বাস্তবে রূপ দিতে হবে। এ জন্য চাই মজবুত প্রশাসনিক কাঠামো, বাকস্বাধীনতা, জবাবদিহিতা, আইনের যথাযথ প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ।
তাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় চ্যালেঞ্জ দুর্নীতি দমন। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে গণমাধ্যমের স্বাধীনতা। এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হতে হবে অন্যতম লক্ষ্য। দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি মানুষের স্বাস্থ্য সুরক্ষার দিকেও দৃষ্টি দেয়া প্রয়োজন।