গোলাম কিবরিয়া
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ১১:৩৭ এএম
দৃক গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী ‘কার্টুনে বিদ্রোহ’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নানা ধরনের আর্টওয়ার্ক দেখেছে মানুষ। বাড়ির দেয়াল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়াল ভরে উঠেছিল কার্টুনে। কেউ নামে এঁকেছেন, কেউবা বেনামে। এসব কার্টুন নিয়েই রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী ‘কার্টুনে বিদ্রোহ’।
এ আয়োজনে ৮২জন কার্টুনিস্টের ১৭৫টি কার্টুন স্থান পেয়েছে। ১৬ আগস্ট শুরু হওয়া প্রদর্শনী চলবে ২৩ আগস্ট পর্যন্ত, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা। আয়োজক- বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, ব্যঙ্গাত্মক অনলাইন সাময়িকী ইআরকি এবং দৃক।