প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৩:৩৬ পিএম
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)।
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তরে তিনটি ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে।
প্রথমটি ‘ডব্লিউটিও ইন্টার্নশিপ প্রোগ্রাম।’ এটি ডব্লিউটিওর সব সদস্যদেশ বা বিশেষ অঞ্চলের স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। দ্বিতীয়টি ‘চায়না এলডিসি ও অ্যাকসেশন প্রোগ্রাম’। এটি চীনা ডব্লিউটিও অ্যাকসেশন ইন্টার্নশিপ প্রোগ্রাম নামেও পরিচিত। তৃতীয় ও শেষ প্রোগ্রামটি হলো ডব্লিউটিও সাপোর্ট প্রোগ্রাম ফর ডক্টরাল স্টাডিজ। দ্বিতীয় ও তৃতীয় প্রোগ্রামটি উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশের স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত।
ডব্লিউটিও ইন্টার্নশিপ প্রোগ্রাম ছয় মাসের জন্য দেওয়া হয়। ইন্টার্ন করার সময় প্রতিদিন ৬০ সুইস ফ্রাঙ্ক দেওয়া হয়। মেডিকেল ইনস্যুরেন্সসহ নানা সুযোগ–সুবিধা আছে।
আবেদনের যোগ্যতা:
বিস্তারিত: https://www.wto.org/english/thewto_e/vacan_e/iypp_e.htm#WTO_Internship