মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১২:৪৭ পিএম
যুদ্ধে রাজ্য জয়ের গল্প শুনেছি। কিন্তু কান্না করে প্রেসিডেন্ট! তা-ও আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে। হ্যাঁ, এমনটাই ঘটেছিল দেশটির দশম প্রেসিডেন্টের বেলায়। সেখানে প্রেসিডেন্ট নির্বাচনের সময় দল থেকে কাকে প্রেসিডেন্ট পদে দাঁড় করানো হবে, তা আগে ঠিক করে নেওয়া হয়। তারপর দলের সবাই সেই প্রার্থীর হয়ে নেমে যান নির্বাচনী প্রচারে। সেবারে ডেমোক্র্যাটিক পার্টির পালে ছিল জোর হাওয়া। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তিনিই নিশ্চিত জয়লাভ করবেন। প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জন টায়লার। প্রভাবশালী নেতা হিসেবে তিনি প্রায় নিশ্চিত ছিলেন, তাকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু ডেলিগেটদের ভোটে দলের আরেক প্রবীণ নেতা হ্যারিসনের কাছে তিনি সামান্য ব্যবধানে হেরে গেলেন। টায়লারের স্বপ্ন ভেঙে গেল। মুষড়ে পড়লেন। শিশুদের মতো তিনি হুহু করে কাঁদতে শুরু করে দিলেন। তার এ কাণ্ড দেখে নেতারা ছুটে এলেন। কী করবেন, নির্বাচনের ওপর তো কারও হাত নেই। পরে সবাই তাকে সম্মান দেখিয়ে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত করলেন। ভোটে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে জয়লাভ করলেন। প্রেসিডেন্ট হলেন হ্যারিসন। নির্বাচনের এক মাস পর প্রেসিডেন্ট হ্যারিসন মারা গেলেন। আর সেই সুযোগে পদাধিকার বলে পরবর্তী প্রেসিডেন্ট হন জন টায়লার।
সূত্র : অবিশ্বাস্য সত্য কাহিনী, ভবেশ রায়