জাহাঙ্গীর আলম জাহান
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১২:০৭ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ১২:৪০ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
আজ আকাশের মন ভালো না
মুখ করেছে গোমরা
একেই বোধ হয় নাম দিয়েছো
বর্ষা ঋতু তোমরা।
কালো মেঘের ঘনঘটা
থেকে থেকে বৃষ্টি-ছটা
আকাশ মেয়ের দু’চোখ বেয়ে
জল গড়িয়ে আসে
গোমরামুখো ওই আকাশে
রংধনু রং ভাসে।
বর্ষাকালের আকাশটা ভাই
বিজলি চমক দেখায়
সাদা-কালো মেঘের গমক
ভাসবে সরলরেখায়।
মেঘবালিকার ওড়াউড়ি
আকাশপারে ঘোরাঘুরি
সেই মেঘেরা ঝরলে ধরায়
বৃষ্টি নামেই ডাকি
গোমরামুখো আকাশে নেই
রোদের মাখামাখি।
আজ আকাশের মন ভালো না
কাঁদবে আকাশ-কন্যা
ও মেয়ে তুই কেঁদে কেটে
আনিসনে আর বন্যা।