মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ১০:০৭ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ১৪:২৪ পিএম
এইচ পি মরিস নামে এক অধ্যাপক কিছুদিন শান্তিনিকেতনে ছিলেন। তিনি ইংরেজি ও ফরাসি পড়াতেন। মরিস ছিলেন মুম্বাইয়ের অধিবাসী, জাতিতে পার্সি। মরিসের বাংলা শেখার খুব আগ্রহ ছিল। বাংলা নতুন কোনো শব্দের ব্যবহার শুনলেই তিনি টুকে রাখতেন এবং সুযোগ পেলে তা ব্যবহার করতেন। বলা বাহুল্য, অনেক সময়ই সে ব্যবহার অপব্যবহার হতো। কিন্তু তাতেও তার উৎসাহ দমে যেত না। আসলে তিনি একটু বেশি সরল মনের মানুষ ছিলেন। একা একা থাকলে মরিস গুনগুন করে গান গাইতেন। একদিন শান্তিনিকেতনের তৎকালীন ছাত্র প্রমথনাথ বিশিকে বললেন, গুরুদেব (রবীন্দ্রনাথ ঠাকুর) ‘চিনি’র ওপর একটি গান লিখেছেন। গানটা শুনবে? শোনো। এই বলে গুনগুন করে বললেন-চিনি গো চিনি, তুমি বিদেশিনী, তুমি থাকো সিন্ধুপারে। এরপর মরিস সাহেব গানটির ব্যাখ্যা করে বললেন, যখন বিলাতি চিনি সমুদ্রপার থেকে আসত, এ গান তখন লেখা। গানটি বড় মিষ্টি। তার কথা শুনে প্রমথনাথ বললেন, চিনির গান মিষ্টি তো হবেই; কিন্তু এ ব্যাখ্যা আপনি কোথায় পেলেন? উত্তরে মরিস বললেন, কেন, গুরুদেব আমাকে বলে দিয়েছেন।
সূত্র : রবীন্দ্রনাথের হাস্যপরিহাস গোপালচন্দ্র রায়