× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথিবীর পরিত্যক্ত উচ্চতম ভবন

প্রবা

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১২:০৮ পিএম

পৃথিবীর পরিত্যক্ত  উচ্চতম ভবন। ছবি : সংগৃহীত

পৃথিবীর পরিত্যক্ত উচ্চতম ভবন। ছবি : সংগৃহীত

পৃথিবীজুড়ে বর্তমানে আকাশছোঁয়া দালানের জয়জয়কার। একেকটি দেশ কে কার চেয়ে বড় ভবন নির্মাণ করতে পারে, সে প্রতিযোগিতায় মত্ত। সুউচ্চ এ ভবনগুলোর মধ্যে আবার একটি ভাগ রয়েছে। তা হলো, উচ্চতম পরিত্যক্ত ভবন! বাস্তবে আছেও এমন অনেক ভবন।

পৃথিবীর উচ্চতম পরিত্যক্ত ভবনটি অবস্থিত চীনের সপ্তম বৃহত্তম শহর তিয়ানজিনে। ‘গোল্ডেন ফাইন্যান্স ১১৭’ বা ‘চায়না ১১৭ টাওয়ার’ নামে আকাশচুম্বী ভবনটির উচ্চতা ৫৯৭ মিটার। উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে ২০০৮ সালে ভবনটির নির্মাণকাজ শুরু করে গোল্ডেন গ্রুপ। আর্থিক সংকটের কারণে দুই বছর পর কাজ থেমে যায়। পরে ২০১১ সালে আবারও কাজ শুরু হয় এবং ২০১৯ সাল নাগাদ এর কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিধিবাম! ২০১৫ সালে আবারও বন্ধ হয় কাজ। তখন থেকে আজ পর্যন্ত নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে ভবনটি। যদিও উচ্চতার দিক থেকে বিশ্বে পঞ্চম এবং পরিত্যক্ত ভবনের দিক থেকে এর স্থান প্রথমে।

আকাশছোঁয়া ভবনটি মাটির ওপর ১২৮ ও নিচে চার তলা। হোটেল এবং বাণিজ্যিক ব্যবহারের জন্যই বিল্ডিংটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণ খাতে গোল্ডেন গ্রুপের অনভিজ্ঞতা, আর্থিক অসঙ্গতির পাশাপাশি চীন সরকারের সাহায্য না পাওয়ার কারণেই প্রকল্পটি আলোর মুখ দেখেনি বলে মনে করা হয়। সূত্র : অডিটি সেন্ট্রাল

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা