× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে উচ্চশিক্ষা

ইউরোপের সেরা সাত স্কলারশিপ

আসমাউল হুসনা

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৪:১৪ পিএম

ইউরোপের সেরা সাত স্কলারশিপ

ইউরোপে পড়াশোনা করতে চাইলে বাংলাদেশি শিক্ষার্থীরা বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এ ধরনের সাতটি স্কলারশিপ নিয়ে এবারের আয়োজন। লিখেছেন আসমাউল হুসনা

বিদেশে পড়াশোনার জন্য শিক্ষার্থীর পছন্দের তালিকায় শীর্ষে থাকে ইউরোপের বিভিন্ন দেশ। কেননা ইউরোপের দেশসমূহের বিশ্ববিদ্যালয়গুলোয় পড়াশোনার জন্য দেশগুলোর সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নানা ধরনের স্কলারশিপ প্রদান করা হয়। যারা কোর্স বেসড মাস্টার্স করতে চান, তাদের জন্য ইউরোপ হতে পারে আদর্শ গন্তব্য। বিশ্বের টপ র‍্যাঙ্কড অনেক ইউনিভার্সিটি পাবে ইউরোপের বিভিন্ন দেশে। আর ইউরোপে অ্যাডমিশন পাওয়াটাও তুলনামূলকভাবে সহজ। এখানে পিএইচডি করার সুযোগও অনেক। পিএইচডির ক্ষেত্রে সুবিধাজনক বিষয় হলো, ইউরোপের বেশিরভাগ দেশেই পিএইচডিকে জব হিসেবে কাউন্ট করা হয়। যেটা পরবর্তী সময়ে পিআর পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইউরোপে মাস্টার্স করতে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো টিউশন ফি। বেশিরভাগ দেশেই পড়তে হলে বেশ বড় অঙ্কের টিউশন ফি দিতে হয়। তবে কিছু দেশে টিউশন ফি দেওয়া লাগে না, যেমন জার্মানি, নরওয়ে বা ফিনল্যান্ড। তাই এ দেশগুলো বর্তমানে ইউরোপ টার্গেট করা বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে। অন্য দেশগুলোয় টিউশন ফি থাকলেও নানা ধরনের স্কলারশিপও পাওয়া যায়। তাই কোন দেশে পড়তে যাব, এটা ঠিক করার আগে সব ধরনের সুযোগসুবিধা খতিয়ে দেখা উচিত। কিছু উল্লেখযোগ্য স্কলারশিপ হলো ইউরোপীয় ইউনিয়নের Erasmus Mundus, জার্মানির DAAD, সুইডেনের SI, ইউকের Chevening, নেদারল্যান্ডসের OKP, ফ্রান্সের Eiffel, বেলজিয়ামের VLIR-UOS ইত্যাদি। ইউরোপে পড়াশোনা করতে চাইলে বাংলাদেশি শিক্ষার্থীরাও এসব স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এ ধরনের সাতটি স্কলারশিপ নিয়ে এবারের আয়োজন।

ড্যাড স্কলারশিপ

জার্মানিতে ইংরেজি ভাষার প্রোগ্রামে ৪০০ থেকে ৭০০ ইউরোয় বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এ ছাড়া এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশন ফিতেও পড়া যায়। জার্মান সরকারের অনুমোদনে দেশের সবচেয়ে বড় সংস্থা ড্যাড এশিয়া, আফ্রিকা, আমেরিকার কিছু অংশ এবং পূর্ব ইউরোপের তরুণ ও পেশাদার শিক্ষার্থীদের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে জার্মান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য প্রতি বছর স্কলারশিপ দিয়ে থাকে। ড্যাড কীভাবে কাজ করে এবং সেখানে বৃত্তির জন্য কীভাবে আবেদন করতে হয়, সে সম্পর্কে বিস্তারিত জানতে https://rb.gy/bcb57w

সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ

২০১২ সাল পর্যন্ত বিনা টিউশন ফিতে সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোয় পড়াশোনার সুযোগ ছিল। এর পর থেকে সেখানে টিউশন ফি পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। তবে সুইডিশ ইনস্টিটিউট থেকে স্কলারশিপ পেলে কোনো ফান্ড ছাড়াই সুইডেনে পড়াশোনা করার সুযোগ রয়েছে। সুইডেনে স্নাতকোত্তর করতে আগ্রহী হলে এ স্কলারশিপের জন্য চেষ্টা করা যেতে পারে। সুইডিশ ইনস্টিটিউট থেকে প্রদত্ত স্কলারশিপ টিউশন ফি ছাড়াও জীবনযাত্রার ব্যয়, বীমা এবং ভ্রমণ খরচ কাভার করে। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ বেশকিছু দেশের শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ সম্পর্কে আরও তথ্য পেতে https://si.se/en/apply/ scholarships/

ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ

ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এবং এর অংশীদার সংস্থার অর্থায়নে ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ দেওয়া হয়। শেভেনিং অ্যাওয়ার্ড সাধারণত দুই ধরনেরÑশেভেনিং স্কলারশিপ ও শেভেনিং ফেলোশিপ। ব্রিটিশ দূতাবাস ও হাইকমিশন কর্তৃক বিভিন্ন দেশ থেকে স্কলারশিপ গ্রহণকারীদের নির্বাচন করা হয়। এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের জন্য এ স্কলারশিপ টিউশন ফি, নির্দিষ্ট হারে আবাসিক ভাতা, যুক্তরাজ্যে একটি ইকোনমি ক্লাসের রিটার্ন বিমানের ভাড়া এবং ওয়ার্কশপের জন্য অন্যান্য ভ্রমণ খরচ কাভার করে। শেভেনিং স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করতে হবে, আবেদনের তারিখ, পদ্ধতি এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে www.chevening.org/

আইফেল এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম

ফ্রান্স ইতোমধ্যে বিনা টিউশনে শিক্ষার জন্য পরিচিতি পেয়েছে। এ ছাড়া ফ্রেঞ্চ সংস্থা ক্যাম্পাস ফ্রান্স ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের আইফেল এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে সহায়তা করে। ফরাসি বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতকোত্তর এবং পিএইচডি করার জন্য বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ইউরোপ ও ফরাসি পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এটি তৈরি করা হয়। এখানে পড়াশোনা করলে ভবিষ্যতে বেসরকারি ও সরকারি খাতে নীতিনির্ধারকের দায়িত্ব পালনের সুযোগ পাওয়া যায়। আইফেল এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম মাসিক ভাতা, রিটার্ন ট্রিপ, সাংস্কৃতিক কার্যক্রম এবং স্বাস্থ্যবীমার খরচ কাভার করে। স্নাতকোত্তর পর্যায়ে উন্নয়নশীল দেশ থেকে ৩০ বছর পর্যন্ত এবং পিএইচডি প্রোগ্রামে উন্নয়নশীল ও শিল্পোন্নত দেশ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। আইফেল এক্সিলেন্স স্কলারশিপে আবেদন করতে www.campusfrance.org/en/eiffel-scholarship-program-of-excellence

সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ

সুইজারল্যান্ড কম খরচে পড়াশোনার জন্য উপযুক্ত হলেও এখানকার জীবনযাত্রার খরচ বেশি এবং ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের কাজ করার অনুমতিও পাওয়া যায় না। তাই সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ দেওয়া হয় এখানে। মূলত সুইজারল্যান্ডের পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠানে যেকোনো একাডেমিক ক্ষেত্রে পোস্টডক্টরাল বা ডক্টরাল গবেষণা করার জন্য এ স্কলারশিপ অফার করা হয়। প্রতি বছর সুইস কনফেডারেশন সুইজারল্যান্ড এবং অন্য ১৮০টির বেশি দেশের মধ্যে আন্তর্জাতিক বিনিময় এবং গবেষণা সহযোগিতা প্রচারের জন্য গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ প্রদান করে। ফেডারেল কমিশন ফর স্কলারশিপ ফর ফরেন স্টুডেন্টস (এফসিএস) কর্তৃক স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিধারী তরুণ গবেষকদের সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়। এটির মাধ্যমে টিউশন ফি, মাসিক ভাতা, লোডিং ভাতা ও স্বাস্থ্যবীমা পাওয়া যায়।সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপে আবেদন করতে https://rb.gy/qla84r

গেটস ক্যামব্রিজ স্কলারশিপ

গেটস ক্যামব্রিজ স্কলারশিপ যুক্তরাজ্যের বাইরের দেশের সেরা শিক্ষার্থীদের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য দেওয়া হয়। স্কলারশিপটি টিউশন ফি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কম্পোজিশন ফি, বিমান ভাড়া এবং ভিসা খরচ কাভার করে। নন-ইউরোপিয়ান নাগরিকদের জন্য এ স্কলারশিপে মোট ৯০টি আসন রাখা হয়। গেটস ক্যামব্রিজ স্কলারশিপের তথ্য জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন www.gatescambridge.org/

রোডস স্কলারশিপ

১৯০২ সালে সেসিল রোডস কর্তৃক প্রতিষ্ঠিত রোডস হলো বিশ্বের প্রাচীনতম এবং সম্ভবত সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি প্রোগ্রাম। এর মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা স্নাতকোত্তর করার সুযোগ পান। রোডস স্কলারশিপ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ, ব্যক্তিগত উপবৃত্তি, স্বাস্থ্যবীমা এবং বিমান ভাড়া কাভার করে। রোডস স্কলারশিপের জন্য আবেদন করতে এবং সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে তথ্য পেতেÑ www.rhodeshouse.ox.ac.uk/scholarships/the-rhodes-scholarship/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা