মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৬:২৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১৬:৩৪ পিএম
এক লোক পেছন থেকে নাসিরুদ্দিন হোজ্জার মাথায় দুম করে কষিয়ে চড় মারল। পেছনে ফিরে তাকাতেই লোকটি বলল, ‘ভুল হয়ে গেছে। আপনাকে আমার এক বন্ধু মনে করে চড় মেরেছি।’ লোকটির কথাবার্তার ধরন হোজ্জার পছন্দ হলো না। তাকে টেনে কাজির কাছে নিয়ে গেলেন। কাজি উভয় পক্ষের কথা শুনে রায় দিলেন-এক আনা জরিমানা দিতে হবে লোকটাকে। তখন লোকটি বলল, ‘আমার কাছে ফুটিকড়িও নেই। একটু সময় দিন। বাড়ি যাব আর নিয়ে আসব।’ লোকটির জন্য ঘণ্টাখানেক অপেক্ষা শেষে উঠে দাঁড়ালেন হোজ্জা। উঠে কাজির মাথায় চড় মেরে বললেন, ‘আর অপেক্ষা করার ধৈর্য আমার নেই। লোকটি পয়সা নিয়ে এলে আপনিই নিয়ে নেবেন। ওটা এখন আপনার প্রাপ্য।’
সূত্র : বিশ্বের শ্রেষ্ঠ দশ রসস্রষ্টা, মাসুদ মাহমুদ