মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৭:৫১ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৮:০৩ পিএম
জর্জ বার্নার্ড শ
জর্জ বার্নার্ড শ একবার ঘরোয়া এক সভায় বক্তৃতা দিচ্ছিলেন। ঢিলেঢালা বেয়াড়া প্যান্ট কোমর থেকে বারবার নিচে নেমে যাচ্ছে, শ বাঁ হাত দিয়ে সেটি ঠিক করছেন। শ্রোতা সারি থেকে ওই দৃশ্য দেখে এক নারী তার পাশের আরেক নারীকে বললেন, এভাবে বারবার প্যান্ট তোলা কী বিচ্ছিরি ব্যাপার! বিশেষ করে বার্নার্ড শর মতো মানুষের ক্ষেত্রে এটা একেবারেই অশোভনীয়, বেমানান। কথাটি শ শুনতে পেলেন। তিনি বক্তৃতা থামিয়ে সেই নারীর দিকে ফিরে
বললেন, ম্যাডাম, প্যান্টটা যদি আরও নিচে নেমে যায়, সেটা কি আরও অশোভনীয় ব্যাপার হবে না?
সূত্র : মনীষীদের মজার গল্প, তাপস রায়