মজার ঘটনা
প্রবা
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১৩:০৩ পিএম
জন ডি রকফেলার
মার্কিন ধনকুবের জন ডি রকফেলার চাইতেন না লোকে তাকে দয়ালু মনে করুক। একবার অপরিচিত এক লোক তার কাছে এসে দুঃখের কাহিনী শোনাতে লাগলেন। লোকটি জানালেন, তিনি বিশ মাইল হেঁটে তার সঙ্গে দেখা করতে এসেছেন। আরও বললেন, স্যার পথে যাকেই পেয়েছি তার কাছে আপনার অশেষ দয়ার কথা বলেছি। রকফেলার কিছুক্ষণ চুপ থেকে লোকটির কাছে জানতে চাইলেন, আপনি যে পথ দিয়ে এসেছেন সে পথ দিয়েই কি ফিরে যাবেন? লোকটি ভাবলেন, রকফেলারের মন বুঝি নরম হয়েছে। তাই অতি উৎসাহী হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, অবশ্যই। রকফেলার এবার বললেন, তাহলে আমার একটা উপকার করতে পারবেন? ভদ্রলোক এবার আনন্দে লাফিয়ে উঠে বললেন, নিশ্চয়ই। আমি আপনার জন্য সব করতে রাজি। রকফেলার বললেন, আপনি ফেরার পথে সকলকে বলতে বলতে যাবেন, রকফেলারের দয়া এবং মহানুভবতা সম্বন্ধে যা শুনেছিলেন সব মিথ্যা।
সূত্র : হাস্যরস ও জানবার কথা