গোলাম কিবরিয়া
প্রকাশ : ২০ জুন ২০২৪ ২৩:১৭ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪ ২৩:১৮ পিএম
লাল সবুজ পতাকা নিয়ে পর্বতারোহী জাফর সাদেক
গতকাল (১৯ জুন) ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে বাংলাদেশের পর্বতারোহী জাফর সাদেক ফ্রেন্ডশিপ পর্বত জয় করেছেন।
এটি ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলার পীর পাঞ্জাল রেঞ্জে ৫২৮৯ মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা একটি দর্শনীয় পর্বত। ফ্রেন্ডশিপ পর্বত জয়ের বিষয়টি পর্বতারোহী জাফর সাদেক সামিট শেষে নিজেই প্রতিদিনের বাংলাদেশের কাছে আজ রাত ৮টা ৫০ মিনিটে নিশ্চিত করেছেন।
এই পর্বতের আশেপাশে হনুমান টিব্বা (৫৪৯০ মিটার), শেটিধর (৫২৫০ মিটার), লাদাখি (৫৫৩৬ মিটার), মানালি চূড়া (৫৭৩৫ মিটার), মকর বেহ (৬০৭০ মিটার) এবং শিকার বেহ (৬২০০ মিটার) এর মতো আরও নাম না জানা পর্বতশৃঙ্গ ছড়িয়ে আছে।
বিয়াস কুন্ড অববাহিকাসহ পীর পাঞ্জাল এবং ধৌলাধর পর্বতমালার অপূর্ব মনোরম প্যানোরামার দৃশ্য এই পর্বতের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে । চূড়ায় যাওয়ার পথে সমস্ত পর্বতের টোপোগ্রাফিক বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়, যেমন- মোরাইন, হিমবাহ, ক্রেভাস এবং আইস প্যাচগুলির বৈচিত্রময়তা।