মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৪ ১১:০৫ এএম
আপডেট : ২০ জুন ২০২৪ ১১:০৯ এএম
ছবি : সংগৃহীত
উনিশশ তিরিশের দশকের কথা। কাজী নজরুল ইসলাম থাকতেন কৃষ্ণনগরে। কবি একদিন সওগাত পত্রিকা অফিসে এসে জানতে পারলেন সুফিয়া কামাল কলকাতাতেই আছেন। সেখান থেকে ঠিকানা নিয়ে ওইদিন দুপুরবেলায় কবি সোজা চলে গেলেন সুফিয়া কামালদের বাড়িতে। এর আগে কবির সঙ্গে সুফিয়া কামালের দেখা হয়নি। সেদিনই প্রথম সামনাসামনি দেখা। বাইরে দাঁড়িয়ে নজরুল সুফিয়া বলে ডাকতে লাগলেন। ভরদুপুরে অচেনা পুরুষের মুখে তার নাম শুনে সুফিয়া কামাল হতভম্ব। সুফিয়া কৌতূহল নিয়ে বাড়ির মূল ফটকে এসে দেখেন কবি নজরুল দাঁড়িয়ে। তাকে দেখে কবিও অবাক বনে গেলেন। বললেন, ‘আরে! এই তুমি। আমি তো ভেবেছিলাম কী জানি এক মস্ত বড় লেখিকা। এ তো দেখি একটি পুতুল। তোমাকে আমি লুফব। কোলে তুলে নেব।’ কবির মুখে এ কথা শুনে সুফিয়া ভয় পেয়ে পিছিয়ে গেলেন। কবি তখন মমতাভরা কণ্ঠে হেসে সুফিয়ার লেখার প্রশংসা করতে লাগলেন। এরপর নাশতা খেতে বসে কবি প্রফুল্ল হয়ে বললেন, ‘লেখার তারিফ বেশি করব নাকি রান্নার তারিফ বেশি করবÑবুঝতে পারছি না।’
সূত্র : একালে আমাদের কাল, সুফিয়া কামাল