আবদুল্লাহ আল মামুন
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১০:১৭ এএম
প্যারেন্ট লিঙ্ক অ্যাপস তৈরি করা পাবিপ্রবির চার শিক্ষার্থী। প্রবা ফটো
আপনার সন্তানকে স্কুলে পাঠানোর পর সে স্কুলে আছে নাকি ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে তা দেখবেন কীভাবে? হয়তো কোনো শিক্ষককে ফোন দিয়ে জানতে চাইবেন, আপনার সন্তানের খবর নিতে হয়তো আপনি কিংবা কাউকে স্কুলে পাঠাবেন। কিন্তু এভাবে কত দিন করবেন! প্রতিদিন শিক্ষকদের ফোন করা কিংবা স্কুলে গিয়ে সন্তানের খবর নেওয়া নিশ্চয়ই কষ্টের কাজ।
আপনার এ কষ্ট লাঘব করার জন্য ‘প্যারেন্ট লিঙ্ক’ নামে একটি অ্যাপস তৈরি করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-এর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী খায়রুল বাশার এবং তার কিছু বন্ধু। এ অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বা কর্মস্থলে বসে দেখতে পারবেন আপনার সন্তান স্কুলে আছে কি নেই।
শুধু তাই নয়, এ অ্যাপসের মাধ্যমে সন্তানের পরীক্ষার ফলাফল, স্কুলের নোটিসগুলোও দেখতে পারবেন। শিক্ষার্থীরা অ্যাপসটি ব্যবহার করে স্কুলের বই, নোট দেখতে পারবে। আবার বাড়ির কাজ, অ্যাসাইনমেন্টও জমা দিতে পারবে।
শুধু অভিভাবক আর শিক্ষার্থীই নয়, একই অ্যাপস ব্যবহার করে স্কুল কর্তৃপক্ষ শিক্ষকদের পাঠদান পর্যবেক্ষণ করতে পারবে। শিক্ষকরা ঠিকমতো ক্লাস নিচ্ছেন কি না, ক্লাসে ঠিক সময়ে আসছেন কি না, শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করছে কি না এগুলো রুমে বসে জানতে পারবে।
খায়রুল বাশার বলেন, ‘শিক্ষার্থীরা স্কুলে বড় একটি সময় কাটায়। অনেকেই স্কুলের দুয়েকটি ক্লাস করে পালিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, মাদকসহ বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ে অথচ অভিভাবক জানে তার সন্তান স্কুলে আছে। শিক্ষার্থীদের এ সমস্যার সমাধান কীভাবে করা যায় সে চিন্তা থেকেই আমরা “প্যারেন্ট লিঙ্ক” তৈরি করি। একজন অভিভাবক ঘরে বসে মোবাইলের মাধ্যমে জানতে পারবেন তার সন্তান স্কুলে আছে কি না। শুধু তাই নয়, শিক্ষকরাও অফিসে বসে দেখতে পারবেন কোন শিক্ষার্থী ক্লাসে আছে, কোন শিক্ষার্থী ক্লাসে নেই।’
তিনি জানান, অ্যাপসটিতে স্কুল কর্তৃপক্ষের জন্য একটি, অভিভাবকদের জন্য একটি এবং শিক্ষার্থীর জন্য একটি লগইন আইডি থাকবে। স্কুল কর্তৃপক্ষ তাদের লগইন আইডির মাধ্যমে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকের উপস্থিতি, শিক্ষক কত সময় ক্লাস নিচ্ছেন এসবের তথ্য পাবে। অভিভাবক তার লগইন
আইডির মাধ্যমে স্কুলে সন্তানের উপস্থিতি, পরীক্ষার ফলাফল, বিজ্ঞপ্তিসহ যাবতীয় তথ্য জানতে পারবেন। শিক্ষার্থীর লগইন আইডির মাধ্যমে শিক্ষার্থী স্কুলের বিজ্ঞপ্তি, ফলাফল দেখতে পারবে। একই সঙ্গে শিক্ষার্থীরা ওই অ্যাপসে তাদের ক্লাসের বই, নোট, বিগত বছরের প্রশ্ন, বাড়ির কাজ জমা দেওয়ার কাজগুলো করতে পারবে।
তিনি বলেন, ‘আমরা যে অ্যাপসটি তৈরি করেছি তার জন্য ক্লাস রুমগুলোয় একটা কিংবা দুইটা ক্যামেরা বসাতে হবে। আমাদের একটা ক্লাউড বেস সার্ভার থাকবে। যখন শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করবে তখন ক্যামেরা শিক্ষার্থীদের ছবি নিয়ে সেটা আমাদের সার্ভারে পাঠিয়ে দেবে। সার্ভার ভিডিওতে শিক্ষার্থীদের ছবিগুলো (ফেস রিকগনিশন) অ্যানালাইসিস করে তথ্যগুলো অ্যাপসে পাঠিয়ে দেবে। তখন অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ দেখতে পাবেন ক্লাসে কোন শিক্ষার্থী আছে কোন শিক্ষার্থী নেই। এভাবে প্রতি ক্লাসে শিক্ষার্থীদের ছবি অ্যানালাইসিস হবে এবং অভিভাবক এর নোটিফিকেশন পাবেন। একই সঙ্গে কোনো শিক্ষক ক্লাসে উপস্থিত হয়েছেন কি হননি, তিনি পুরো সময় ক্লাস নিয়েছেন কি না তার তথ্য সার্ভার থেকে স্কুল কর্তৃপক্ষের কাছে যাবে।’
তিনি বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ খুব অল্প টাকায় এ সিস্টেম এবং অ্যাপস ইনস্টল করতে পারবে। একটি ক্লাসে মাত্র দুটি ক্যামেরা ব্যবহার করে কর্তৃপক্ষ এ সিস্টেম ইনস্টল করতে পারবে। এ অ্যাপস নিয়ে আমরা রাজশাহীতে কয়েকটি স্কুলের সঙ্গে কথা বলেছি। তারা এটি ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছেন। অ্যাপসটি রাজশাহীর এডিসি (শিক্ষা) মহোদয়কে দেখিয়েছি। তিনি অ্যাপসটি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এটি নিয়ে কাজ করার আশ্বাস দেন।’
তিনি আরও বলেন, ‘পুরা সিস্টেমটিকে প্রোডাকশন লেভেলে নিতে হলে আমাদের ফান্ডিং প্রয়োজন। ফান্ডিং পেলে আমরা এ অ্যাপসটি দেশের স্কুলগুলোর মধ্যে ছড়িয়ে দিতে পারব।’