× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএসটিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১০:১৫ এএম

আপডেট : ২০ জুন ২০২৪ ১২:২৪ পিএম

ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে Career From ECE সেমিনার। প্রবা ফটো

ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে Career From ECE সেমিনার। প্রবা ফটো

ইটপাথরে গড়ে ওঠা বিশাল অট্টালিকা নিয়েই শিক্ষাপ্রতিষ্ঠান সফল হয় না। প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে ডিগ্রি গ্রহণের পর শিক্ষার্থীর দক্ষতা কাজে লাগিয়ে স্বপ্নপূরণ এবং দেশের উন্নয়নে লেগে থাকার মাঝে। ভালো ফলের পরও দক্ষতা কাজে না লাগাতে পেরে বেকারত্ব ও হতাশায় দেশে হাজার হাজার যুবক। নামধারী প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি তো পাচ্ছে, তবে দক্ষতায় শূন্যতা নিয়েই মুখোমুখি হচ্ছে চাকরির বাজারে।

সে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ৬ জুন (বৃহস্পতিবার) ঢাকার ধানমন্ডিতে ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে Career From ECE সেমিনারটি।

সেমিনারটি দুটি সেশনে সজ্জিত ছিল। প্রথম সেশনে বক্তব্য দেন সেভরন বাংলাদেশের আইটি টেকনিক্যাল সাপোর্ট স্পেশালিস্ট আল আমিন হোসেন। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

দ্বিতীয় সেশনে বক্তব্য দেন মাসুদ হাসান, প্রভাষক ও বিভাগীয় প্রধান (আইসিটি) বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, নির্ঝর, ঢাকা ক্যান্টনমেন্ট এবং লেখক ও সম্পাদক ডিজিটাল প্রযুক্তি (নবম শ্রেণি), NCTB। তিনি বর্তমান অবস্থায় তথ্যপ্রযুক্তির গুরুত্ব এবং সরকারি-বেসরকারি উভয় কর্মক্ষেত্রে যে বিপুল সুযোগ রয়েছে তা তুলে ধরেন।

উল্লেখ্য, এ দুজন এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী। তারা উভয়েই তাদের ক্যারিয়ার বাছাই এবং দক্ষতা গড়ে তোলার গল্প তুলে ধরেন, যা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বাস্তবধর্মী উদাহরণ হিসেবে বিশেষ ভূমিকা রেখেছে।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল সরকারি-বেসরকারি চাকরির বাজারে বিপুল সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং ক্যারিয়ার পছন্দ ও গ্রহণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে উৎসাহিত করা।

এ বিষয়ে প্রতিষ্ঠানের ইসিই বিভাগের প্রধান মো. লিটন হোসেন বলেন, ‘দেশবিদেশে ইসিই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের বিভিন্ন খাত রয়েছে; যা শিক্ষার্থীদের জানানোর মাধ্যমে তাদের যোগ্যতাসম্পন্ন হতে সহায়তা করাই সেমিনারটির মূল লক্ষ্য। প্রতিটি সেমিনারে আমরা তাদের ক্যারিয়ার গড়তে সর্বোচ্চ সহায়তামূলক ভূমিকা পালন করছি। বক্তা হিসেবে ইসিই ডিপার্টমেন্টের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি অধ্যয়নরত শিক্ষার্থীদের আত্মবিশ্বাস মজবুত করবে।’

ইলেকট্রনিকস এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের একে অন্যের সঙ্গে যোগাযোগ দক্ষতা বাড়ানোই সেমিনারের আরও একটি উদ্দেশ্য। সেমিনারে শ্রোতা ছিলেন প্রায় ১২০ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা