মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মে ২০২৪ ১২:০৩ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪ ১২:১৭ পিএম
সৈয়দ মুজতবা আলী
সৈয়দ মুজতবা আলী সুযোগ পেলে খোঁচা দিতে কাউকেই ছাড়তেন না। তিনি তখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মরত। সে সময় উপাচার্য ছিলেন সুধীরঞ্জন দাশ। একবার উপাচার্যের কাছে আরবি ভাষায় ছাপা একটি পোস্টকার্ড এলো। পাঠোদ্ধারের জন্য তিনি পোস্টকার্ডটি মুজতবা আলীর কাছে পাঠালেন। মুজতবা আলী পোস্টকার্ডটি হাতে পেয়ে তার উল্টো দিকে বাংলা অনুবাদ লিখে পাঠালেন। কদিন পর এক অনুষ্ঠানে দুজনের দেখা হলে সুধীরঞ্জন দাশ ভরা মজলিসে পোস্টকার্ডটি বের করে বললেন, ‘আলী, এ ছাপা পোস্টকার্ডটি পাঠোদ্ধারের জন্য তোমার কাছে পাঠিয়েছিলাম। যেমন ছিল তেমন অবস্থায়ই ওটা তুমি ফেরত দিলে। পাঠোদ্ধার করতে পারলে না বুঝি!’ এ কথা শুনে সৈয়দ মুজতবা আলী বেশ গম্ভীরভাবেই উত্তর দিলেন, ‘দাশ সাহেব কি কখনও ভাজা মাছ উল্টে খাননি? আমি তো পোস্টকার্ডের উল্টো দিকেই অর্থটা লিখে দিয়েছি। উল্টে দেখুন।’
সূত্র : লেখকের কাছাকাছি, সবিতেন্দ্রনাথ রায়