মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৪ ১১:৫২ এএম
আপডেট : ২৮ মে ২০২৪ ১১:৫৫ এএম
মার্কিন নাট্যকার ইউজিন ও’নীল
মার্কিন নাট্যকার ইউজিন ও’নীল তার নাটকের কাটছাঁট করতে মোটেই রাজি হতেন না। অস্কারজয়ী পরিচালক মার্কিন নাট্যকার ইউজিন ও’নীল তার নাটকের কাটছাঁট করতে মোটেই রাজি হতেন না। অস্কারজয়ী পরিচালক রাসেল ক্রুসো ‘আহ্ ওয়াইল্ডারনেস’ নাটকটি একটু ছোট করতে বললে ও’নীল জানালেন তার পক্ষে নাটক ছোট করা অসম্ভব। পরদিন ও’নীল রাসেল ক্রুসোকে ফোন করে বললেন, নাটকটির সময় ১৫ মিনিট কমিয়ে আনা যাবে। নাট্যকারের মুখে এ কথা শুনে রাসেল আনন্দিত হয়ে জানালেন আমি এখনই আসছি। কাটছাঁটগুলো দেখব। কোন অংশটুকু বাদ দেওয়া হয়েছে। ও’নীল তখন বললেন, তার আর দরকার পড়বে না। নাটকের কোনো দৃশ্যই বাদ দেওয়া হয়নি। আমি শুধু নাটকের বিরতির সময়টুকু ফেলে দিয়েছি।
সূত্র : বিখ্যাতদের রঙ্গমঞ্চ ‘আহ্ ওয়াইল্ডারনেস’ নাটকটি একটু ছোট করতে বললে ও’নীল জানালেন তার পক্ষে নাটক ছোট করা অসম্ভব। পরদিন ও’নীল রাসেল ক্রুসোকে ফোন করে বললেন, নাটকটির সময় ১৫ মিনিট কমিয়ে আনা যাবে। নাট্যকারের মুখে এ কথা শুনে রাসেল আনন্দিত হয়ে জানালেন আমি এখনই আসছি। কাটছাঁটগুলো দেখব। কোন অংশটুকু বাদ দেওয়া হয়েছে। ও’নীল তখন বললেন, তার আর দরকার পড়বে না। নাটকের কোনো দৃশ্যই বাদ দেওয়া হয়নি। আমি শুধু নাটকের বিরতির সময়টুকু ফেলে দিয়েছি।
সূত্র : বিখ্যাতদের রঙ্গমঞ্চ