× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাশরুমে কর্মসংস্থান ৩০ হাজার মানুষের

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ২১:০৩ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ২১:৪৫ পিএম

কুমিল্লায় কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের আয়োজিত মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণের আওতায় আঞ্চলিক কর্মশালা। প্রবা ফটো

কুমিল্লায় কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের আয়োজিত মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণের আওতায় আঞ্চলিক কর্মশালা। প্রবা ফটো

আবার ফিরে আসছে মাশরুমের সোনালি দিন। এতে দেশে প্রাথমিকভাবে প্রত্যক্ষ-পরোক্ষভাবে কর্মসংস্থান হবে ৩০ হাজার মানুষের। সে নিরিখে ৮০০ জন উদ্যোক্তা তৈরি ও ৮০০টি মাশরুম পল্লী স্থাপন করা হবে। প্রতি উদ্যোক্তার অধীন থাকবে ৩০ জন চাষি। দেশে বর্তমানে ৪০ হাজার মেট্রিক টন মাশরুম উৎপাদন হয়। প্রকল্প শেষে ২০২৭ সালে তা দাঁড়াবে ১০০ হাজার মেট্রিক টনে। কৃষি বিভাগ এ বিষয়ে উদ্যোক্তা ও চাষিদের প্রশিক্ষণ, বীজসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কুমিল্লায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণের আওতায় আঞ্চলিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। 

বক্তারা মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘কৃষি বিজ্ঞানীরা এটি নিয়ে কাজ করলে মানুষ শুনবে। কৃষকরা যেখানে ভালো দাম পাবেন না, তাদের দাম পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনারা তাদের জন্য কাজ করবেন।’ 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. আখতার জাহান কাঁকন। অনুষ্ঠানে চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষির মাঠ কর্মকর্তা, মাশরুম উদ্যোক্তা, শিক্ষকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা আরও বলেন, ‘কৃষি উদ্যোক্তারা কোটি কোটি টাকা উপার্জন করছেন। কেউ চাকরি ছাড়ছেন, বিদেশ ছেড়ে চলে আসছেন। শিক্ষিত ছেলেদের কৃষিতে নিয়ে এলে অনেক অপরচিউনিটি তৈরি হবে। তারা অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারবেন। আজকের অনুষ্ঠানে মাশরুমকে ছড়িয়ে দেওয়ার প্রস্তাব এসেছে। মানুষের প্রচুর আগ্রহ আছে মাশরুম নিয়ে। মাশরুমের বাজার বাড়ছে। মানুষ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না। আমরা মাশরুম উৎপাদন বাড়াতে সর্বোচ্চ সহযোগিতা করব। আপনারা যদি উৎপাদন বাড়াতে পারেন, আমরা রপ্তানির সুযোগ তৈরি করে দেব।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা