× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশ রক্ষায় ‘গ্রিন গার্ড’ গঠনের আহ্বান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৭ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৩ পিএম

জাতীয় প্রেস ক্লাবের ‘হাতিমারা কৃত্রিম জলাশয় ও চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য’ বিষয়ক সংবাদ সম্মেলনে সংগঠনের বক্তারা। ছবি : সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের ‘হাতিমারা কৃত্রিম জলাশয় ও চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য’ বিষয়ক সংবাদ সম্মেলনে সংগঠনের বক্তারা। ছবি : সংগৃহীত

অভয়ারণ্য, নদীসহ পরিবেশ রক্ষায় গ্রিন গার্ড বা সবুজ রক্ষী তৈরির আহ্বান জানিয়েছে পরিবেশ বিষয়ক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের ‘হাতিমারা কৃত্রিম জলাশয় ও চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য’ বিষয়ক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। 

সংগঠনটি বলছে, দেশের হেরিটেজ, নদী, সুন্দরবনসহ বিশেষ বিশেষ জায়গায় থাকবে গ্রিন গার্ড। এই গ্রিন গার্ড শুধু পুলিশ সদস্যদের তৈরি করলে হবে না, নাগরিকদের মধ্যে থেকেও সবুজ সৈনিক তৈরি করতে হবে। তারা যৌথভাবে পরিবেশ রক্ষায় কাজ করবে। 

সংবাদ সম্মেলনে ‘চুনতি রক্ষায় আমরা’র সমন্বয়ক সানজিদা রহমান বলেন, ‘চট্টগ্রামের বাঁশখালী, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা এবং কক্সবাজারের চকরিয়া পর্যন্ত বিস্তৃত চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য। পাহাড় কেটে রেললাইন, বনের ভেতর অবৈধ বসতি, প্রাকৃতিক বন ও বন্যপ্রাণী নির্বিচারে নিধনসহ বিভিন্ন প্রকল্পের নেতিবাচক প্রভাবে সেখানকার প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। এমনকি হাতি চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও হাতি মেরে ফেলার মতো ঘটনাও ঘটেছে। বনের বিশাল এলাকাজুড়ে বাঁধ দিয়ে কৃত্রিম জলাশয় তৈরি করার মতো কাজও সেখানে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জনসম্পৃক্ত ও বিজ্ঞানভিত্তিক সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চুনতি রক্ষায় সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানাই। সেইসঙ্গে ঘটে যাওয়া প্রাকৃতিক ভারসাম্য বিনষ্টের ঘটনাগুলোর ন্যায্য বিশ্লেষণ ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।’

সংগঠনটির সহ-আহ্বায়ক শারমিন মুরশিদ বলেন, ‘চুনতি অভয়ারণ্য উজাড়ের পেছনে প্রভাবশালীরা জড়িত। বন বিভাগ সরকারি চাপকে ভয় পায়। তারা উচ্ছৃঙ্খল ব্যবসায়ীদের ভয় পায়। কিন্তু তারাই বনরক্ষার কর্তৃপক্ষ। তাদের সহযোগিতা করে সাধারণ মানুষের একটি অংশ।’

সদস্য সচিব শরীফ জামিল বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বন উজাড় করা বন্ধ করতে হবে। আমাদের স্থানীয়ভাবে শক্তিশালী হতে হবে। সরকারের যথেষ্ট পদক্ষেপ থাকলে, চুনতি অভয়ারণ্যের এমন অবস্থা কখনোই হতো না।’

ধরা’র সহ-আহ্বায়ক শারমিন মুরশিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরীফ জামিলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-আহ্বায়ক এম এস সিদ্দিকী, সদস্য আব্দুল করিম কিম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা