গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪১ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৪ পিএম
গাজীপুরের ব্রি-সদর দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো
বাংলাদেশ মেশিন টুল্স ফ্যাক্টরি (বিএমটিএফ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। সভায় ‘দেশীয় উপযোগী অত্যাধুনিক কৃষিযন্ত্র প্রস্তুত ও বাজারজাতকরণ’ বিষয়ের ওপর আলোচনা হয়।
রবিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুরের ব্রি-সদর দপ্তরে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। সভায় বিএমটিএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির পরিচালক (উৎপাদন) ব্রিগেডিয়ার জেনারেল মুহসিন আলম। সভায় বিএমটিএফ কর্মকর্তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ব্রি উদ্ভাবিত প্রযুক্তির সম্প্রসারণে কাজ করতে একমত পোষণ করেন।
সভায় যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম, ব্রি উদ্ভাবিত ব্রি সিড সোয়ার মেশিন, ব্রি অটোসিড সোয়ার মেশিন, ব্রি রাইস ট্রান্স প্লান্টার, ব্রি কম্বাইন হারভেস্টারসহ বিভিন্ন যন্ত্রপাতির বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করেন।
ড. মো. শাহজাহানকবীর বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষি যান্ত্রিকীকরণের ওপর অধিক গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে হবে। কৃষিযন্ত্র প্রস্তুত ও বাজারজাতকরণে বিএমটিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
সভায় উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ, উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নু জান খানম, এফএমপিএইচটি বিভাগের সিএসও এবং প্রধান ড. মো. দুরুল হুদা, বিএমটিএফ এর মহাব্যবস্থাপক (উৎপাদন) লে. কর্নেল ইফতেখার মাহমুদ পিএসসি, ব্রির বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট বিজ্ঞানীরা, ব্রির প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রযুক্তি সম্পাদক ও প্রধান মো.রাশেল রানা প্রমুখ।
এর আগে বিএমটিএফের প্রতিনিধিদল এফএমপিএইচটি বিভাগের ওয়ার্কশপ পরিদর্শন করেন।