× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে গরু, দুশ্চিন্তায় কৃষক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৭:০৮ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ১৭:৪৯ পিএম

লাম্পি স্কিন রোগে আক্রান্ত একটি গরু। প্রবা ফটো

লাম্পি স্কিন রোগে আক্রান্ত একটি গরু। প্রবা ফটো

কুলাউড়া উপজেলায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) বা চর্মরোগে কয়েক শতাধিক গরু আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গরু মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। আক্রান্ত গরুর সংখ্যা বেড়ে চলায় কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সরেজমিনে উপজেলার পৃথীমপাশা ও কর্মধা ইউনিয়ন ঘুরে দেখা যায়, অনেক কৃষকের গরু লাম্পি স্কিনে আক্রান্ত হয়েছে। কোরবানির ঈদে গরু বিক্রির জন্য রেখেছেন দেওগাও গ্রামের কয়েছ আহমদ। এখন লাম্পি স্কিন দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তিনি। আক্রান্ত গরুকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। 

কৃষক শাহিন মিয়া বলেন, 'দুই-তিন দিন আগে আমার গরুর লাম্পি স্কিন রোগ দেখা দেয়। এখন চিকিৎসা দিয়ে যাচ্ছি। এখনও রোগ ভালো হয়নি।' 

সুলতানপুর গ্রামের বকুল খান বলেন, 'আমার গরুর শরীরের চামড়া ফুলে উঠে অনেকটা দাগ হয়ে গেছে। তবে কয়েক দিনের চিকিৎসায় অনেকটাই ভালো হয়ে উঠেছে। 

আমুলি গ্রামের সফিক মিয়া বলেন, ‘কষ্টের টাকায় কেনা গরুটির রোগ হয়েছে। এখন অনেক দুশ্চিন্তায় আছি।'

কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, এলএসডি রোগটি একধরনের চর্মরোগ। এলএসডি বা লাম্পি স্কিন হলে গরুর মৃত্যু ঝুঁকি রয়েছে। লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু-বাছুর প্রথমে জ্বরে আক্রান্ত হয়। পরে একপর্যায়ে গরু খাওয়া বন্ধ করে দেয়। জ্বরের সঙ্গে মুখ ও নাক দিয়ে লালা বের হয় এবং পা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আক্রান্ত গরুর শরীরের বিভিন্ন জায়গার চামড়া পিণ্ড আকৃতি ধারণ করে। ক্ষত সৃষ্টি হয় এবং কোনো কোনো গরুর লোম উঠে যায়। ধীরে ধীরে এই ক্ষত শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। গরু কাঁপার পাশাপাশি ঝিম মেরে থাকে। লাম্পি স্কিনে আক্রান্ত হলে কিডনির ওপর প্রভাব পড়ে ফলে গরু মারা যাওয়ার সম্ভাবনা থাকে।

তিনি জানান, 'লাম্পি স্কিন রোগের সরাসরি কোনো প্রতিষেধক না থাকলেও ছাগলের বসন্ত রোগের প্রতিষেধক এ ক্ষেত্রে দেওয়া হয়। তাই আক্রান্ত গরুর মধ্যে এই প্রতিষেধকটির প্রয়োগ করা হচ্ছে। গরুর থাকার ঘরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং মশা মাছির উপদ্রব যেন না থাকে। এ ছাড়াও নিম পাতা ব্যবহার করা যেতে পারে।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা