× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘প্লাস্টিক ব্যবহারের সংস্কৃতি তরুণরাই দূর করবে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ২২ মে ২০২৩ ২০:৩২ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস প্রকল্প’ প্লাস্টিকদূষণ রোধে জনসচেতনতা গড়তে উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। প্লাস্টিক ব্যবহারের সংস্কৃতি তরুণরাই দূর করতে পারে বলে অভিমত দিয়েছেন পরিবেশসংশ্লিষ্টরা।

সোমবার (২২ মে) রাজধানীর ফার্মগেটে পাট ডাইভারশন প্রমোশন সেন্টারে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহযোগিতায় প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস প্রকল্পের শিক্ষামূলক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ অভিমত তুলে ধরেন বক্তারা।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ ও ইশতিয়াক উদ্দীন আহমেদ।

সভাপতিত্ব করেন এসডোর চেয়ারপারসন ও সাবেক সচিব সৈয়দ মার্ত্তব মোর্শেদ।

সাবের হোসেন চৌধুরী বলেন, ’প্লাস্টিকদূষণ মানবসমাজ ও পরিবেশ উভয়ের জন্য একটি মারাত্মক সমস্যা। প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস প্রকল্পটি প্লাস্টিকদূষণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা ছড়িয়ে দেবে এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আরও টেকসই জীবনযাপনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ করবে।’

সৈয়দ মার্ত্তব মোর্শেদ বলেন, ’আমরা বিশ্বাস করি যে স্কুলগুলো প্লাস্টিকমুক্ত টেকসই জীবনযাপনের অভ্যস্ততা, চিন্তাভাবনার বিকাশ ও ভবিষ্যৎ নেতৃত্ব এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ বিষয়ে সঠিক তথ্য শিক্ষার্থীদের প্লাস্টিকের উৎস এবং মানুষ ও পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব এবং প্লাস্টিক ব্যবহার বর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে সাহায্য করবে।’

সঞ্জয় কুমার ভৌমিক বলেন, ’এই উদ্যোগ প্লাস্টিকমুক্ত ক্যাম্পাসের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিকদূষণের বর্তমান অবস্থা সম্পর্কে সবাইকে অবহিত করবে।’

ইশতিয়াক উদ্দীন আহমেদ বলেন, ’আমি এসডো এবং সমগ্র টিমকে অভিনন্দন জানাতে চাই এ ধরনের অসাধারণ শিক্ষা উপকরণ প্রস্তুত করার জন্য। এই প্রচেষ্টা প্লাস্টিকের অপকারিতা সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করবে এবং তরুণদের প্রস্তুত করার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে উৎসাহিত এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার প্রত্যাখ্যান করতে অনুপ্রাণিত করবে।’

চৌধুরী আখতার আসিফ বলেন, ’এমটিবিএল শিক্ষার্থীদের বই এবং শিক্ষক ম্যানুয়াল প্রকাশের জন্য এসডোকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। এই উপকরণগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর।’

এসডোর মহাসচিব ড. শাহরিয়ার হোসেন বলেন, ’এসডোর তৈরি প্লাস্টিকমুক্ত ক্যাম্পাসের উপকরণগুলো হতে পারে বাংলাদেশে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস এবং একটি প্লাস্টিকমুক্ত সবুজ পৃথিবী গড়ে তোলার সূতিকাগার। এই ম্যানুয়াল প্রবর্তনের উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের প্লাস্টিকদূষণ সম্পর্কে ধারণা দেওয়া, প্লাস্টিকমুক্ত ক্যাম্পাসের প্রয়োজনীয়তা মোকাবিলা করা এবং কীভাবে প্লাস্টিকদূষণ সম্পর্কে সচেতন হওয়া যায়, সে সম্পর্কে ধারণা প্রদান করা।’

এসডোর নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলেন, ’একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক প্রতিনিয়ত কীভাবে আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং কেন আমাদের প্লাস্টিকমুক্ত ক্যাম্পাসে বসবাস করতে হবে, তা বোঝার জন্য শিক্ষার্থীরা এই উপকরণ এবং ম্যানুয়ালগুলো ব্যবহার করতে পারবে।’

আরও উপস্থিত ছিলেন সরকারি, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং পাট বৈচিত্র্য প্রচার কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও স্কুল, গার্লস গাইড স্বেচ্ছাসেবক, মিডিয়া ও এসডোর সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা