× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় ধান-চাল সংগ্রহ শুরু

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৮:৫৪ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ১৯:০৬ পিএম

নেত্রকোণায় সরকারিভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রবা ফটো

নেত্রকোণায় সরকারিভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রবা ফটো

নেত্রকোণায় সরকারিভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ মে) সকালে শহরের বারহাট্টা রোড সদর খাদ্য গুদামে এ ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্ধোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

উদ্বোধন শেষে তিনি বলেন, নেত্রকোণায় ধান চাল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ জেলা। মানসম্মত ধান, চাল সংগ্রহ করা, কৃষকরা যাতে মধ্যস্বত্ত্বভোগীদের কারণে ক্ষতিগ্রস্ত না হয় খেয়াল রাখতে হবে। মিল মালিক ও প্রশাসন যাতে একে অপরকে প্রতিপক্ষ না ভাবে এ বিষয়গুলোতে সমন্বয় রেখে এবারের সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।

সেক্ষেত্রে সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনার পাশাপাশি এ ধান ও চাল সংগ্রহ কর্মসূচি সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৩ অভিযানের আওতায় ধান ও চাল সংগ্রহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান, বাংলাদেশ চাল কল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী এইচ আর খান পাঠান সাখি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আকলিমা খাতুন, বারহাট্টা  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিল মালিক নেতা মোস্তাফিজুর রহমান খান রেজভী, জেলা চাল কল মালিক সমিতির সাবেক সভাপতি ফরিদ আহমেদ খান প্রমুখ।

জেলা খাদ্য কর্মকর্তা মোয়েতাছেমুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে নেত্রকোণা জেলায় ৩০ টাকা কেজি দরে ১৫ হাজার ১৭৭ টন ধান, ৪৪ টাকা কেজি দরে ৬১ হাজার ২১৮ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। কোনো রকম হয়রানি ছাড়াই কৃষকরা যাতে সহজেই গুদামে ধান সংগ্রহ করতে পারে সে জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা