× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মপাশা ও মধ্যনগরের হাওরে বোরো ধান কাটা শুরু

হাওরাঞ্চল (মধ্যনগর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৪:৫১ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১৬:২৮ পিএম

ধর্মপাশা ও মধ্যনগরের হাওরে বোরো ধান কাটার উদ্বোধন। প্রবা ফটো

ধর্মপাশা ও মধ্যনগরের হাওরে বোরো ধান কাটার উদ্বোধন। প্রবা ফটো

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে চলতি বোরো মৌসুমে দুই অঞ্চলের হাওরের পাকা বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের হাওরে এক কৃষকের জমির পাকা বোরো ধান কাটার মধ্য দিয়ে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়।

ধর্মপাশা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উৎসবের উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেশ চন্দ্র সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার, কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেনসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেশ চন্দ্র সরকার বলেন, ‘হাওর এলাকার কৃষকের বছরের একমাত্র বোরো ফসল ঘরে তোলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আমরা সে লক্ষেই কাজ করে যাচ্ছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, ‘এবার বোরো মৌসুমে ধর্মপাশা ও মধ্যনগরের হাওরে ৩১ হাজার ১৫২ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনও হয়েছে। কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে হাওরে বোরো ধান কাটা শেষ করা সম্ভব হবে বলে আশা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা