× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে হুইট ব্লাস্ট রোগে গম নষ্ট, বিপাকে কৃষক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৩:২৬ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৩:৫২ পিএম

রাজবাড়ীতে হুইট ব্লাস্ট রোগে গম নষ্ট হয়েছে। প্রবা ফটো

রাজবাড়ীতে হুইট ব্লাস্ট রোগে গম নষ্ট হয়েছে। প্রবা ফটো

রাজবাড়ী সদরে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর, শায়েস্তাপুর ও সুলতানপুর ইউনিয়নের কৈজুরি মাঠে প্রায় ১৫ হেক্টর গম ক্ষেতে দেখা দিয়েছে হুইট ব্লাস্ট রোগ। এতে চরম বিপাকে পড়েছেন গম চাষিরা। 

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠ জুড়ে গম সোনালি রঙের হয়ে গেছে। দেখে পাকা গম মনে হলেও বেশিরভাগ শীষে দানা নেই। শীষের সঙ্গে শুকিয়ে যাচ্ছে গাছও।

জানা গেছে, চলতি মৌসুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কৃষকদের মাঝে ব্লাস্ট রোগ প্রতিরোধী বারি-৩৩ জাতের বীজ সরবরাহ করলেও তা ছিল চাহিদার তুলনায় কম। ফলে কৃষকরা বারি ২৮ ও ২৯ সহ বিভিন্ন পুরনো জাতের বীজ বপন করেন। এসব পুরনো জাতের বীজ বপন করায় বিক্ষিপ্তভাবে দেখা দিয়েছে হুইট ব্লাস্ট রোগ।

রাজাপুর গ্রামের কৃষক আলতাফ মোল্লা বলেন, ‘আমি চার একর জমিতে গম চাষ করেছি। হঠাৎ করেই গমের এ অবস্থা হয়েছে। গম দেখে মনে হচ্ছে যে পেকে গেছে কিন্তু গমের শীষের মধ্যে কোনো দানা নেই। কৃষি কর্মকর্তাদের পরামর্শে কয়েক দফায় ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো সুফল মেলেনি।’

আরেক কৃষক উম্বার মোল্লা বলেন, ‘সমিতি থেকে ঋণ করে টাকা এনে আট হাজার টাকায় এক বিঘা জমি লিজ নিয়ে গম চাষ করেছি। এখন দেখছি সব গম নষ্ট হয়ে গেছে। এখন ঋণের কিস্তি দিবো কী দিয়ে আর সংসার চালাবো কেমন করে। এ গমের এখন এক টাকার মূল্য নেই।এসব গম কেটে জমি পরিষ্কার করার জন্য যে টাকা খরচ হবে সেই টাকাটাও বৃথা যাবে।’

কৃষক মিলন সরদার বলেন, ‘সরকারের কাছে দাবি, আমাদের আর্থিক সহযোগিতা করে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে দিক।’

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘রাজবাড়ী জেলায় এ বছর ১২ হাজার ৯০০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। কৃষকদের আমরা পরামর্শ দিয়েছিলাম বারি-৩৩ জাতের বীজ বপন করতে। কারণ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গম গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবিত বারি-৩৩ জাতটি ব্লাস্ট রোগ প্রতিরোধী।কিন্তু অনেক জায়গাতেই কৃষকরা আমাদের পরামর্শ না মেনে নিজেদের পছন্দমতো পুরনো জাতের বীজ বপন করেন।ফলে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ব্লাস্ট রোগ আক্রমণ করেছে।’

তিনি আরও বলেন, ‘ব্লাস্ট আক্রমণের শুরুতেই আমরা কৃষকদের নাটিভো জাতীয় ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছি। নাটিভো স্প্রে করে কিছু কিছু জায়গায় ব্লাস্ট প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আবার কিছু কিছু জায়গায় সম্ভব হয়নি।যেসব মাঠে এরই মধ্যে ব্লাস্ট আক্রান্ত হয়ে গম পেকে গেছে সেসব গম কেটে ফেলার জন্য আমরা পরামর্শ দিয়েছি। আর যেসব মাঠে গম কাঁচা আছে তাতে ব্যাপকহারে নাটিভো স্প্রে করার পরামর্শ দিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা