× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিল শুকিয়ে মাছ আহরণ, হুমকিতে বোরো চাষ

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৬ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৩ পিএম

নেত্রকোণার মদনের বোয়ালী বিলে মাছ ধরতে ড্রেন কেটে নদীতে ছাড়া হচ্ছে। ছবি : প্রবা

নেত্রকোণার মদনের বোয়ালী বিলে মাছ ধরতে ড্রেন কেটে নদীতে ছাড়া হচ্ছে। ছবি : প্রবা

নেত্রকোণার মদনে মাছ ধরতে বোয়ালী বিলের পানি ড্রেন কেটে ছেড়ে শুকানো হচ্ছে। এতে পানি সংকটের কারণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। শত শত একর জমির বোরো ধান হুমকিতে পড়েছে। এ ঘটনায় বিল ইজারাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, বিলের এক পাশ দিয়ে ড্রেন খনন করে পানি নিষ্কাশন করা হচ্ছে। রাতের আঁধারে এ ড্রেনের মাধ্যমে বিলটির পানি নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। পানি নিষ্কাশনের জন্য ড্রেন করতে গিয়ে সরকারি রাস্তাও কেটে দেওয়া হয়েছে। এতে রাস্তাটি ধসে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার পর স্থানীয় কৃষকরা ইজারাদারদের খননকৃত ড্রেনটির পানি আটকে তা পাহারা দিচ্ছেন।  

এ ঘটনায় ইজারাদারসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী ৬৫ কৃষক গত বুধবার জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বোয়ালী বিল এলাকায় শত শত একর ফসলি জমি রয়েছে। এসব জমিতে বছরে একটি ফসলই উৎপাদিত হয়। আর তা হলো এই বোরো ধান। যা দিয়ে সারা বছরের খাদ্য চাহিদা পূরণ করেন হাওরপাড়ের মানুষ। বোয়ালী বিলের পানির ওপর এলাকার কাতলা, ত্রিপন, মান্দুরা, চত্রমপুরসহ বেশকিছু গ্রামের কৃষকদের প্রায় ৫০০ একর জমির বোরো ফসল নির্ভরশীল। 

এবার এই বিল ইজারা নিয়েছেন মাঘান গ্রামের আনু মিয়া। তার কাছ থেকে মাঘান গ্রামের আহাদুল মিয়া ও কদশ্রী গ্রামের সৈকত সাব-ইজারা নিয়ে মাছ ধরার জন্য রাতের আঁধারে বিলের পানি নদীতে ছেড়ে দিয়েছেন। এতে কয়েকটি গ্রামের শতাধিক কৃষকের প্রায় ৫০০ একর জমির বোরো ধানের চারা পানির অভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষক জাহের আলী অভিযোগ করেন, ‘মাছ ধরার জন্য বিলের পানি ছেড়ে দিয়েছেন ইজারাদার আহাদুল ও সৈকত। আমরা দিনের বেলায় পাহারা দিলেও রাতে তারা পানি ছেড়ে দেন। পানি আটকানোর চেষ্টা করায় আমাদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। পানির জন্য রোপণ করা জমি এখন নষ্ট হতে চলেছে। সময়মতো পানি না পেলে জমি রক্ষা করা সম্ভব হবে না।’

স্থানীয় মাঘান ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মির্জা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি এসিল্যান্ডের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ড্রেন খনন করে বিলের পানি নদীতে ছাড়া হয়েছে। পানির জন্য বোরো ফসলের সমস্যাসহ সরকারি পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’ 

তবে পানি নিষ্কাশনের অভিযোগ অস্বীকার করে ওই বিলের সাব-ইজারাদার আহাদুল মিয়া জানান, ‘আমরা বিলের পানি শুকাইনি। কৃষকরা তাদের সুবিধামতো ড্রেন করে পানি নিচ্ছে।’  

মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহনূর আলম বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা পেলে ইজারা বাতিল করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা